যারা শহরে থাকেন

লিখেছেন লিখেছেন ছোট ভাই ০৭ এপ্রিল, ২০১৬, ০৯:০৫:১১ রাত

যারা শহরে থাকেন, তারা গ্রামের ঘ্রান নিতে মাঝে মাঝে শহরে ছেড়ে গ্রামে আসেন। তবে তাদের কাছে একটি প্রশ্ন। আপনারা কি গ্রামের মানুষের আনন্দময় মূহুর্তগুলি ধারন করে নিয়ে শহরে প্রচার করে থাকেন, এটা ঠিক। তবে তাদের দুঃখগুলিকে ধারণ করে সেটাকে লাঘব করার জন্য কতটুক চেষ্টা করে থাকেন, এটাই আমার প্রশ্ন।

একটু ভাবুন, সিদ্ধান্ত নিন।

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364944
০৮ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৫
শেখের পোলা লিখেছেন : বিশেষ করে এখন যারা শহরে থাকেন তারা গ্রামে গিয়ে পড়লে ফিরে এসে লাক্স সাবান গোসল খানায় শেষ করেন৷ আর বোশেখ মাসে তাদের ব্যঙ্গ করে ফ্রীজের পান্তা আজ টাটকা ইলিশ ভাজা খান৷ ধন্যবাদ৷
366076
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৬
ছোট ভাই লিখেছেন : জি তাই। আসলে এমন যারা করে তারা শিক্ষিতরূপী মূর্খ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File