কাতারে ধানসিড়ি বিএনপির সেহেলিয়া শাখার অভিষেক

লিখেছেন লিখেছেন বাংলা নিউজ কাতার ১৭ মার্চ, ২০১৬, ০১:৪৫:৩৩ দুপুর



ধানসিড়ি বিএনপির সেহেলিয়া কাতার শাখার অভিষেক অনুষ্ঠান ও মদিনা মর্রার শাখার পূনর্গঠন অনুষ্টান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানসিড়ি বিএনপির আহ্বায়ক মো: শহিদুল হক, বিশেষ অতিথি সদস্য সচিব শরিফুল হক সাজু, সভাপতিত্ব করেন আব্দুর রব, আরেফিন এর সঞ্চালনে এতে বক্তৃতা করেন সেহেলিয়া কাতার শাখার মো: সবুজ মিয়া , মেজবাউল করিম বাবলা, জসিম নুরুজ্জামান, দিলীপ কুমার ছোটন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি নেত্রীর বিরুদ্ধে হয়রানির DSC05870মামলা দিয়েছে। এ মামলা দেশের রাজনীতিকে আরও সংঘাতের দিকে নিয়ে যাবে উল্লেখ করে তারা বলেন, এ পরিস্থিতিতে দেশ অশান্ত হলে এর দায়ভার সরকারকে বহন করতে হবে। এ সময় বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচনের দাবি জানান।

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File