প্রিয় টুডে ব্লগ.... আমার কিছু বলার ছিলো।
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭:৩৩ রাত
টুডে ব্লগের কথা মনে পড়লে আফসোস ও দুঃখ হয়। আগে মাঝেমধ্যে যেনতেন পোস্ট স্টিকি দিয়ে দিতো, অবশ্য ভালো পোস্টও থাকতো অনেক । ইদানীং স্টিকি পোস্ট হয় ই না!
চকবাজারের অগ্নি দুর্ঘটনার পর আজ অগ্নিনির্বাপণের কৌশল, ক্ষয়ক্ষতি হ্রাস, দুর্ঘটনা এড়ানো ও প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম। হটাত্ মনে পড়লো এই ব্লগে আমার পূর্বের একটি লেখা আছে আগুন (ফায়ার) নিয়ে। লগইন করে লেখাটি চেক করলাম। প্রায় ২ হাজার পাঁচশো বার রিড হয়েছে লেখাটি। মডুরা পরলোকগমন করেছেন বোধহয়। না হয় এ দশা হতো না ব্লগের।
এত জনগুরুত্বপূর্ণ বিষয়ে একটি লেখা, মডুদের দৃষ্টিগোচর হয় নি।
চাইলে পড়তে পারেন আগুন সম্পর্কিত পূর্বের লেখাঃ এখানে
এনিওয়ে- আপনাদের সবার সার্বিক কল্যাণ, সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
নিরাপদ হোক সবার দিনযাপন। ভালো থাকবেন। শুভ রাত্রি
বিষয়: বিবিধ
৬৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগের কথা আর বলিয়েন না ভাই মুডুদের জন্য ব্লগটা হারিয়ে যাবে একদিন।
মন্তব্য করতে লগইন করুন