প্রিয় টুডে ব্লগ.... আমার কিছু বলার ছিলো।

লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭:৩৩ রাত

টুডে ব্লগের কথা মনে পড়লে আফসোস ও দুঃখ হয়। আগে মাঝেমধ্যে যেনতেন পোস্ট স্টিকি দিয়ে দিতো, অবশ্য ভালো পোস্টও থাকতো অনেক । ইদানীং স্টিকি পোস্ট হয় ই না!

চকবাজারের অগ্নি দুর্ঘটনার পর আজ অগ্নিনির্বাপণের কৌশল, ক্ষয়ক্ষতি হ্রাস, দুর্ঘটনা এড়ানো ও প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম। হটাত্ মনে পড়লো এই ব্লগে আমার পূর্বের একটি লেখা আছে আগুন (ফায়ার) নিয়ে। লগইন করে লেখাটি চেক করলাম। প্রায় ২ হাজার পাঁচশো বার রিড হয়েছে লেখাটি। মডুরা পরলোকগমন করেছেন বোধহয়। না হয় এ দশা হতো না ব্লগের।

এত জনগুরুত্বপূর্ণ বিষয়ে একটি লেখা, মডুদের দৃষ্টিগোচর হয় নি।

চাইলে পড়তে পারেন আগুন সম্পর্কিত পূর্বের লেখাঃ এখানে

এনিওয়ে- আপনাদের সবার সার্বিক কল্যাণ, সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিরাপদ হোক সবার দিনযাপন। ভালো থাকবেন। শুভ রাত্রি

বিষয়: বিবিধ

৬৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386503
২৩ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:১৪
আমি আল বদর বলছি লিখেছেন : পড়লাম ভাল লাগলো!

ব্লগের কথা আর বলিয়েন না ভাই মুডুদের জন্য ব্লগটা হারিয়ে যাবে একদিন।
২৪ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ০৮:২৬
318309
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্যবাদ,, নিরাপদে থাকবেন।
386509
২৪ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ০৮:২৫
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্যবাদ।
386519
২৫ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ০৭:৪৯
রাশেদ বিন জাফর লিখেছেন : টুডে ব্লগ এখন আর আগের মত নেই। সে বদলে গেছে অনেক খানি। তাই টুডে ব্লগের ব্লগার রাও এখন আর আগের মত ব্লগ লিখে না। তারা শুধু এখন ভিজিট করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File