আসুন হিসাব মিলাই,,,,ভাবনার খোরাক জুগিয়ে আওয়াজ তুলি।

লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ১৯ আগস্ট, ২০১৭, ০২:১৮:৪৩ রাত

ধরুন, ৩০০ জন সংসদসদস্য ২ লাখ টাকা করে দিলে হবে ৬ কোটি টাকা,

৫০ জন মহিলা সংসদসদস্য ১ লাখ টাকা করে দিলে হবে ৫০ লাখ টাকা,

৩০টি ব্যাংক ২ লাখ টাকা করে দিলে হবে ৬০ লাখ টাকা,

৩০টি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ৫ লাখ টাকা করে দিলে হবে দেড় কোটি টাকা,

আরো ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ২ লাখ টাকা করে দিলে হবে ৬০ লাখ টাকা,

১০০টি হাসপাতাল ৫ লাখ টাকা করে দিলে হবে ৫ কোটি টাকা,

২৫ জন ক্রিকেটার ২ লাখ টাকা করে দিলে হবে ৫০ লাখ টাকা,

২৫ জন নায়ক নায়িকা ২ লাখ টাকা করে দিলে হবে ৫০ লাখ টাকা,

২৫ জন গায়ক গায়িকা ১ লাখ টাকা করে দিলে হবে ২৫ লাখ টাকা,

৩০ টা মাজার ৩ লাখ টাকা করে দিলে হবে ৯০ লাখ টাকা।

এত টাকা দিয়ে কী হবে?

দাঁড়ান, আগে যোগ করি।

যোগ করলাম।

মোট হলো- ষোল কোটি পঁয়ত্রিশ লাখ টাকা মাত্র।

হ্যাঁ, এবার এই টাকাগুলো বন্যাক্রান্ত অসহায় লোকগুলোকে সহায়তা হিসেবে দিই। তাদের জন্য বড্ড উপকার হবে। আর যাদের কাছ থেকে নেওয়ার কথা বলেছি তাদের জন্যও খুব একটা চাপ বা বোঝা হবে না।

এর বাইরে ১৬ কোটি লোকের ৫ কোটি লোকও যদি মাত্র ২০ টাকা করে দেয় তাহলে আরো ১০ কোটি টাকা জোগাড় হবে।

উদ্যোগটা কে নেবে সেটাই বড়কথা!

(সংগৃহিত)

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383813
১৯ আগস্ট ২০১৭ সকাল ১১:৩৩
হতভাগা লিখেছেন : ৯৩ লাখ টাকা বরাদ্দ আছে বন্যার্তদের জন্য।

এই টাকা সালমান এফ রহমান দিয়ে দিলে উনি কলঙ্ক মুক্ত হয়ে যাবেন বাংলাদেশীদের চোখে এবং দানবীর দরবেশ হিসেবে ট্যাগ হবেন।

১৯ আগস্ট ২০১৭ দুপুর ০৩:২৫
316717
ক্রুসেড বিজেতা লিখেছেন : এখানে ডাকা হোক দরবেশ বাবা-কে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File