আহলান সাহলান- স্বাগত মাহে রমাদ্বান! সবাইকে পবিত্র রমাদ্বানের শুভেচ্ছা...।
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২৭ মে, ২০১৭, ০৭:৪২:২৯ সন্ধ্যা
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
আশা করছি ভালো আছেন সবাই।
অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দীর্ঘ ১১ মাস পর রমজান মাস আবারো আমাদের জীবনে! আলহামদুলিল্লাহ,,,,,,।
লক্ষ,কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সায়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর উপর। যার আগমনে অন্ধকার পৃথীবি পেয়েছিলো আলোর দিশা। মানবতা পেয়েছিলো মুক্তি,,মানুষ পেয়েছে সবচেয়ে আধুনিক,অপরিবর্তিত মহান ধর্ম ইসলাম ও হেদায়ত গ্রন্থ আল-কোরআন!
জীবন চলার পথে প্রতিনিয়ত শিখে চলেছি, সমৃদ্ধ হচ্ছে অভিজ্ঞতার ঝুলি। ভাগ্যের লিখনের সুবাদে নিরব নিভৃতে এবারের রমজান মাস- প্রথমবারের মতো দেশের বাহিরে!
গতরাতে প্রথম তারবিহ পড়লাম ও সেহরি খেলাম। এক্টু পর ইফতারের সময় ঘোষনা স্বরূপ মাগরিব আজান দিবে - হযরত বেলাল (রাঃ) এর উত্তরসূরী ইসলামের মোয়াজ্জিন গণ! বাংলাদেশে রমজান মাসে পাররিপাশ্বিক পরিবশে বুঝা যায়/যেত এখন রমজান মাস বা দু একদিন পরই রমজান।
কিন্তু ব্যাতিক্রম সুন্নি শাসক তবে সংখ্যাগরিষ্ট শিয়াদের দেশ বাহরাইন!!
যাইহোক... রমজান মাস পবিত্র মহা গ্রন্থ আল-কোরআন নাজিলের মাস,,রমজান লাইলাতুল ক্বদরের মাস! রমজান তাক্বওয়া,ত্যাগ,তিতিক্ষার মাস।
সুতরাং- আসুন বন্ধুরা আমরা সবাই আল্লাহ নির্দেশিত ও রাসুুল সাঃ এর বলে দেয়া পন্থা মোতাবেক রমজান মাসের আমল, ও বিধি নিষেধ মেনে চলি। আল্লাহ পাক সকলের সুস্থতা দান করুন- যাতে সবাই সহীহ ভাবে ফরজ রোজগুলো রাখতে এবং নামাজ কায়েম করতে পারি।
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন