***_ বালিকা _***

লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২৩ জুন, ২০১৬, ১২:১৯:০২ রাত



ভালো লাগে কল্পনা বিলাসী তোমার মুখের হাসি;

ললনার লাস্যময়ী বিভোর ভাবনায়,

বাঁধ সেধেছে বিজয়ের পাগলামী;

সাধ জাগে মোর-হবো বিভোর-অমৃত সুধার পেয়ালায়।

'

মা আমার মমতাময়ী,

নেই কোন পিছুটান ।

'

বিয়ে না হোক জৈষ্ঠ মাসে...

জেদ ধরেছে বিজয়ী প্রাণ;

তাতেই যত তৃপ্তি-বুঝিবে কি দুলহান।

'

বিশ্ব জয় করিতে পারি-তোমায় সাথে নিয়ে,

জেলের সংগ্রামী তরী-কল্পনা করো জলপরী:

তাতেই স্বর্গ সুখ,যদি হাতে হাত রাখতে পারি।

'

মাস শেষে মাইনে পাবো-ভবিষ্যতের হিসেব কষবো,

নেই কোন পিছু টান,কান পেতে শুনবো ভালোবাসার কলতান।

'

পাওনা শোধের হিসেব চলবে,

গগণ বিশালতা নিয়ে ;

লাভ,ক্ষতির ভাবনা নেই

মীর জাফর থাকবে দূরে।

'



তোমার এলো কেশের গন্ধ শুঁকি,

মাঝ গোধূঁলির পড়ন্ত বেলায়;

তেমাথা পাখার গোঙানিতে মিলায় অপেক্ষার হাহাকার ।

'

ইহাই সময়ের প্রতিধ্বনি ।

'

আকাশ আগের মত নেই,

মাথায় বিজয়িনী মহীয়সী'র নেশা;

রঙিন গ্রহের যোগ্য তারাচাঁদ কপোতের চাওয়া।

'

আমার মন মন্দিরে ঝড় পোহানো তাঁরা,

মিনার তোমায় ভালোবাসে ।।

বিষয়: সাহিত্য

১১৭০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372889
২৩ জুন ২০১৬ রাত ১২:৫৩
কুয়েত থেকে লিখেছেন : মা আমার মমতাময়ী,নেই কোন পিছুটান অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৩ জুন ২০১৬ রাত ০৩:৩১
309611
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভালোলাগা জেনে ভীষণ প্রীত হলাম - প্রিয়,,, শুভ হোক আপনার পথচলা।
২০ আগস্ট ২০১৬ রাত ০৮:২৬
312136
কুয়েত থেকে লিখেছেন : সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ Good Luck Good Luck
372902
২৩ জুন ২০১৬ রাত ০৩:১৬
নাবিক লিখেছেন :
বিয়ে না হোক জৈষ্ঠ মাসে...
জেদ ধরেছে বিজয়ী প্রাণ;
তাতেই যত তৃপ্তি-বুঝিবে কি দুলহান।
'
হা হা জৈষ্ঠতে বিয়ে হলে ইচ্ছে মতো শুশরবাড়ির আম কাঠাল খাওয়া যেতো, দুলহানের তা বুঝা উচিত। Big Grin
২৩ জুন ২০১৬ রাত ০৩:৩৬
309612
ক্রুসেড বিজেতা লিখেছেন : হাহ্ হা হা,,, বুঝে না সে বুঝেনা। ধন্যবাদ, এক সমুদ্র ভালবাসা জানবেন প্রিয় সহযাত্রী।
372903
২৩ জুন ২০১৬ সকাল ০৬:১৩
শেখের পোলা লিখেছেন : অধমের বুঝতে একটু কষ্টই হল তবে ভাল লেগেছে। ধন্যবাদ।
২৩ জুন ২০১৬ দুপুর ০১:২৩
309628
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভাললাগা'রা আজীবন ঘিরে থাকুক,, শুভেচ্ছা নিরন্তর,,,,।
372913
২৩ জুন ২০১৬ দুপুর ১২:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
২৩ জুন ২০১৬ দুপুর ০১:২৫
309629
ক্রুসেড বিজেতা লিখেছেন : ইনশাআল্লাহ,,,, আপনার সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করছি, শুভ দুপুর ।
373139
২৫ জুন ২০১৬ রাত ১১:৫০
আফরা লিখেছেন : কবিতা এমনিতে বুঝি কম এটা তো কবিতা নাকি টবিতা কিছুই বুঝলাম না ।

তাও একটা ধন্যবাদ দিলাম ভাইয়া ।
২৮ জুন ২০১৬ রাত ১১:৪৫
309988
ক্রুসেড বিজেতা লিখেছেন : বোন- ধন্যবাদের জন্যে কৃথার্থ জানবেন, তবে- ধন্য হতে খটকা লাগছে,,, "কেন বুঝেন নি? সমস্যা কোথায়? এবং কবিতা না টবিতা কেন মনে হল !" এই লাইনগুলির ব্যাখা জানতে পারলে ধন্য হতাম এবং সর্বোপরি নিজেকে শোধরানোর চেষ্টা করতাম। আপনার মূল্যবান প্রতিঃমন্তব্যের অপেক্ষায় থাকব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File