****,,,, ভালবাসা তুমি কার ,,,,****

লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ৩০ এপ্রিল, ২০১৬, ০৯:৫৬:৪৯ রাত

আধুনিকতার স্রোতে ভাসছে বসুধা

চাকচিক্য খোলস ধাঁধায় বৃত্তবন্ধি ভালবাসা...!

নেই আগের মতো ---

এশক্,মহব্বত,প্রেম-ভালবাসা,আবেগ;

আদ্র বসন বিদীর্ণ করিতে তুচ্ছ ভাবাবেগ !

কাঁচের বালাদ্বয়ের ঠকঠকিতে...

উত্ক্ষেপিত মিসাইল হার মানে;

ভীনগ্রহী মমতায় খামচে ধরা চুমুক...

হাইব্রিড কোকিলের ট্র্যাজিক আপডেট ।

,

ক্ষুধার্ত হায়েনার লোলুপ চাহনী...

আগ্রাসী স্টিংয়ের বিষধর গাথুনী !

বিবেক আড়ষ্ট করেনা এদের...

গড্ডালিকা প্রবাহে গা মাড়িয়েই তৃপ্তি;

বন্ধু হে মোর...গগন পানে তাকাও,

দেখো তার বিশালতায় নিঃস্বার্থ উদারতা ।

,

আকাশ কাঁপানো বাস্পীয় নিঃশ্বাস,

পর্বত বিদীর্ণ হাহাকারের ঢোক

জীর্ণ পাতায় ঝরে পড়ুক,পূর্ণতা নিক বিশ্বাস;

লাঘব হোক শূন্যতা, পূন্যে প্রেমময় হোক বসুন্ধরা ।

,

কাঠ কয়লায় পোড়া বিষাদময় দেশে...

ইট পাথুরে শহর ভালো লাগে না আর;

নেই পুরনো জৌলুস,খুইয়েছে বিবেক...

প্রশ্নবিদ্ধ যৌবনে -বাকরুদ্ধ বিবেক ।।

বিষয়: সাহিত্য

১২৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367644
০১ মে ২০১৬ দুপুর ০১:২০
আফরা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
০৫ মে ২০১৬ বিকাল ০৪:৩৪
305453
ক্রুসেড বিজেতা লিখেছেন : Thanks for comment here

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File