~~^+ সে দিনের প্রেম +^~~
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২৩ এপ্রিল, ২০১৬, ১১:১০:২৯ রাত
সখা হে আমার...
চলছে মনের বসন্ত
ফুটছে ভালবাসার ফুল
ফুটবে মহাকাল অনন্ত ,
'
মনের মণিকোঠায়
ঝড় বইয়ে দেওয়া...
তোমার ফাগুনী দু-চোখ
মায়াতীত ভালবাসাময় অবুঝ মুখ,
মনে হয় তোমাতেই সর্বসুখ !
'
সেই অতীতের তুমি
খুব কঠিন,নিষ্ঠুর,অনুভূতিহীন
সময় গড়িয়েছে...
ফেলে আসা
মহাকাল স্মৃতির আফসোস,
চলমান আবহের মহাকাঙ্খা ।
'
আজ আমি বিপরীত মেরুর
ঔদাসীন্যের লৌহ মানবী
এটাই প্রকৃতির চিরচায়ি
বৈচিত্রময় আদর্শ রুপ ।
'
মনে পড়ে কি...
স্কচটেপ মোড়ানো ব্যাগ পৌছে দেওয়া
সেই পিচ্চি বালকের কথা ?'
'
আজ তুমিও বালকের বাবা...
ছায়া মানবীর বড্ড ইচ্ছে হয়
তাঁদের আদর করতে !!
'
জানতে ইচ্ছে হয়...
তোমার সুখী সংসারের গল্প
কিন্তু, অসময়ে ফাগুনের আগুন,
বার বার পীড়িত করে ।
'
হৃদয় জুড়ানো
কোকিলের কূহু কূহু
দৃষ্টি কেড়ে নেওয়া
কৃষ্ণ বৃক্ষের লাল ফুল,
'
গাঁ ছমছম করা
মরা পাতাদের ঝনঝনানি
কিছুই নেই উদাসীনীর মাঝে...
আছে শুধু ভালবাসার অমৃত সুর
তোমাতে বিলাতে
হাওয়ায় ভাসালাম বহুদূর ।
'
ফাগুনের বিলাসতাপসী আগুন
জ্বলছে হৃদয়ের গহীনে...
সখা হে আমরা
চলছে মনের মনের বসন্ত ।
'
বাজছে ভালবাসার অমৃত সুর
বাজবে মহাকাল অনন্ত
চলছে ভালবাসার উদাসীনী ফাগুন
চলুক মহাকাল অনন্ত ।।
বিষয়: সাহিত্য
১০০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি না বুঝলেও অন্যরা বুঝবে লিখতে থাকুন ।
আরো বেশি করে লিখতে থাকুন।।।
মন্তব্য করতে লগইন করুন