---',,`' মমতা '`,,'---
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ০৬ এপ্রিল, ২০১৬, ১০:০৫:৩৫ রাত
পশ্চিমাংশের রক্তিম ধ্রুপদী
চলছে পথিক ফুটছে যৌবন;
এসো কামার্ত প্রজাপতি,দেখে যাও
নিয়ে এসো তোমার বুলেট প্রুফ দূরবীন।
,
আগের মত নেই ফুল পরাগ,
অসময়ে চৈত্রের উদাস ঝড়ে
ফুলগুলো লাইনচ্যুত বড্ড অগোছালো;
কি ছিল তাদের অপরাধ ?
,
আকাশের আনন্দাশ্রু
বালি মাটির ছোপ ছোপ প্রেমাষ্পে
হয়েছে বিদীর্ণ হারিয়েছে স্বকীয়তা;
ছুঁয়ে ফেলা ঝিনুকের মত পাপড়িগুলো জরাজীর্ণ ।
,
বিধ্বস্ত শহরের ফ্যাকাশে অবশিষ্টাংশ,
এতেই সর্ব স্বপ্ন, ছাড়বে সুখশ্রাব্য আলো;
ভেবো না- নীল পরী আমরা দুর্দমনীয়।
অতঃপর, ,,
আদ্র বসন বিদীর্ণ করিয়া
ট্র্যাজিক মমতার কামার্ত চুমুক,
বলিলে বিহারীনি
একি! ভীষণ উদ্যাম স্যান্ডি যৌবনশ্রী ।।
বিষয়: বিবিধ
৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন