-------,'^ ষোড়শী ^',--------

লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ০৪ এপ্রিল, ২০১৬, ০৭:১১:৫৮ সন্ধ্যা

বসে আছি চৌচালা

গ্রাম্য ঘরের কোণে,

ছোট বালকদের দুরন্তপনা

দু চোখ নেয় কেড়ে।

যৌবনা যুবতীর লুকোচুরি

কিছুই বুঝিনে আমি;

ধুরন্ধর বুকে বাঁকা চোখে

তাকালেই দেখি,

শব্দ সাড়া কিছুই নেই

শুধু মৃদ্যু হাসি।

নাম জানি নে ডাক দিলুম

এদিকে এসো হে ষোড়শী;

হোঁ হোঁ করে হেসে বলে

ডাক শুনিতে বাধ্য নই,

লম্বু গাধাঁ পড়শি ।

নামটি আমার

নয় ষোড়শী,

বোকা নাকি তুমি?

মাই নেম ইজ

আম্রিকা জুথিঁ ।

কোনো ডেকেছো বলো এবার

নব্য প্রবাস প্রত্যাশী ।

মৃদ্যু জোরে

রাগিণী সুরে...

কি বলেছি শুননি বুঝি-

ধাক্কা দেব নাকি ?

দুঃখিত,সঞ্চারীনি

ধ্যানে তন্দ্রাচ্ছন্ন ছিলুম,

কি সাহায্যে করিতে পারি ?

লাগবে না গাধাঁ

সেকেলী দাদা

তুমি আস্ত একটা কচুঁ,

আর আসিবেনা

চৌ-চালার নিচে;

যতক্ষণ না হবে

তোমার জ্ঞান বুদ্ধি উঁচু ।

হুহ্ চলে যাচ্ছি আমি

বোবা একটা,

কিছুই পাবে না নিরাবেগ জীবনে;

পড়ে থাকো তুমি

যুগ যুগান্তর

ঐ আলসে ঘরের কোণে।

তাড়াতাড়ি উঠে-

নড়েচড়ে বসে...

কোথায় যাচ্ছো বিহারিণী ?

যেওনা প্লিজ শুনে যাও,

কল্পনা করছিলাম তোমায় নিয়ে

তুমিই কি রবীন্দ্রনাথের সেই মায়াবিনী ??

চলেই যখন গেলে

তবে উঠছি এখন আজ,

মন চাইলে পত্র দিও

মিশিয়ে মনের ঝাঁঝ ।।

বিষয়: সাহিত্য

১০৩৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366757
২২ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওই আমি কিন্তু কবিতা ভালো বুঝিনা!!!! তবে লেখার ঢং বেশ সুন্দর।
২৩ এপ্রিল ২০১৬ রাত ০১:১১
304302
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্যবাদ - তবে প্রয়োজন ধৈর্য ও অদম্য ইচ্ছা । শুভরাত্রি ।<:-P
366766
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩৭
অপনেয় লিখেছেন : বন্ধুর সুপারিশে কবিতাটি পড়ার সুযোগ হলো। ভালো লাগলো। আশা রাখি আরও লিখবেন। Rose
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৯
304328
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভাললাগা জেনে প্রীত হলাম-জনাব,, সুপারিশকারী বন্ধুর নামটা জানতে পারলে কৌতুহল নিবারণ হত। Liar , ভালো থাকবেন সর্বদা,, অফুরান শুভকামনা সহ শুভেচ্ছা নিরন্তর ......
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৯
304329
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভাললাগা জেনে প্রীত হলাম-জনাব,, সুপারিশকারী বন্ধুর নামটা জানতে পারলে কৌতুহল নিবারণ হত। Liar , ভালো থাকবেন সর্বদা,, অফুরান শুভকামনা সহ শুভেচ্ছা নিরন্তর ......
372984
২৪ জুন ২০১৬ রাত ০৩:২৭
নাবিক লিখেছেন :
চলেই যখন গেলে
তবে উঠছি এখন আজ,
মন চাইলে পত্র দিও
মিশিয়ে মনের ঝাঁঝ ।।
এখন কিন্তু ইমেইল আর মোপাইলে যুগ, Big Grin কবিতা বেশ ভালো লাগলো।
২৪ জুন ২০১৬ দুপুর ০৩:৪৩
309695
ক্রুসেড বিজেতা লিখেছেন : হে!সুহৃদ কলম সৈনিক,আপনার প্রেরণামূলক সুশ্রী মন্তব্যে ধন্য আমি,ধন্যবাদসহ শুভকামনা & অপার শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন, রহমত,মাগফেরাত ও নাজাতের মাসের সমস্ত ফজিলত অর্পিত হোক আপনার ও আপনার পরিবারবর্গের উপর।
372987
২৪ জুন ২০১৬ রাত ০৪:৩৫
শেখের পোলা লিখেছেন : চলেই যখন গেলে

তবে উঠছি এখন আজ,

মন চাইলে পত্র দিও

মিশিয়ে মনের ঝাঁঝ ।।
চলে যাওয়ায় মনটা খারাপ হয়ে গেল। আবার কি দেখা হবে?
২৪ জুন ২০১৬ দুপুর ০৩:৪৫
309696
ক্রুসেড বিজেতা লিখেছেন : আবার যে দেখা হবে কোন দিন জানি না,,, ভীষণ প্রীত হলাম অপার মন্তব্যে। ভালো থাকবেন অহর্নিশি ।
372999
২৪ জুন ২০১৬ সকাল ০৯:০১
হতভাগা লিখেছেন : সেল নাম্বার নিয়ে রাখতে পারতেন , কাজে লাগতো
২৪ জুন ২০১৬ দুপুর ০৩:৪৮
309697
ক্রুসেড বিজেতা লিখেছেন : সুন্দর পরামর্শ,, সখিনা ডিজিটাল হোক। হয়ত পাওয়া যেতে পারে,,, ঘুমন্ত কদম্বীনির জাগ্রত শুভেচ্ছা নিবেন।
373017
২৪ জুন ২০১৬ দুপুর ০৩:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। ধন্যবাদ।
২৪ জুন ২০১৬ দুপুর ০৩:৪৯
309698
ক্রুসেড বিজেতা লিখেছেন : সুখময় হোক আপনার পথচলা, শুভেচ্ছা নিরন্তর ....
373138
২৫ জুন ২০১৬ রাত ১১:৪৮
আফরা লিখেছেন : কবিতাটা সুন্দর ও আছে পড়ে ও বেশ মজা পেয়ে Rolling on the Floor Rolling on the Floor Good Luck Good Luck Rose Rose
২৮ জুন ২০১৬ রাত ১১:৫১
309990
ক্রুসেড বিজেতা লিখেছেন : Good Luck Good Luck Applause Applause
আপনার সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করছি, শুভেচ্ছা নিরন্তর ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File