-------,'^ ষোড়শী ^',--------
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ০৪ এপ্রিল, ২০১৬, ০৭:১১:৫৮ সন্ধ্যা
বসে আছি চৌচালা
গ্রাম্য ঘরের কোণে,
ছোট বালকদের দুরন্তপনা
দু চোখ নেয় কেড়ে।
যৌবনা যুবতীর লুকোচুরি
কিছুই বুঝিনে আমি;
ধুরন্ধর বুকে বাঁকা চোখে
তাকালেই দেখি,
শব্দ সাড়া কিছুই নেই
শুধু মৃদ্যু হাসি।
নাম জানি নে ডাক দিলুম
এদিকে এসো হে ষোড়শী;
হোঁ হোঁ করে হেসে বলে
ডাক শুনিতে বাধ্য নই,
লম্বু গাধাঁ পড়শি ।
নামটি আমার
নয় ষোড়শী,
বোকা নাকি তুমি?
মাই নেম ইজ
আম্রিকা জুথিঁ ।
কোনো ডেকেছো বলো এবার
নব্য প্রবাস প্রত্যাশী ।
মৃদ্যু জোরে
রাগিণী সুরে...
কি বলেছি শুননি বুঝি-
ধাক্কা দেব নাকি ?
দুঃখিত,সঞ্চারীনি
ধ্যানে তন্দ্রাচ্ছন্ন ছিলুম,
কি সাহায্যে করিতে পারি ?
লাগবে না গাধাঁ
সেকেলী দাদা
তুমি আস্ত একটা কচুঁ,
আর আসিবেনা
চৌ-চালার নিচে;
যতক্ষণ না হবে
তোমার জ্ঞান বুদ্ধি উঁচু ।
হুহ্ চলে যাচ্ছি আমি
বোবা একটা,
কিছুই পাবে না নিরাবেগ জীবনে;
পড়ে থাকো তুমি
যুগ যুগান্তর
ঐ আলসে ঘরের কোণে।
তাড়াতাড়ি উঠে-
নড়েচড়ে বসে...
কোথায় যাচ্ছো বিহারিণী ?
যেওনা প্লিজ শুনে যাও,
কল্পনা করছিলাম তোমায় নিয়ে
তুমিই কি রবীন্দ্রনাথের সেই মায়াবিনী ??
চলেই যখন গেলে
তবে উঠছি এখন আজ,
মন চাইলে পত্র দিও
মিশিয়ে মনের ঝাঁঝ ।।
বিষয়: সাহিত্য
১০৫৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে উঠছি এখন আজ,
মন চাইলে পত্র দিও
মিশিয়ে মনের ঝাঁঝ ।।
চলে যাওয়ায় মনটা খারাপ হয়ে গেল। আবার কি দেখা হবে?
আপনার সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করছি, শুভেচ্ছা নিরন্তর ।
মন্তব্য করতে লগইন করুন