ভদ্র মানুষ এর পরিচয়।

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তকরণ ২৩ মার্চ, ২০১৬, ০৭:১৫:৩৮ সন্ধ্যা

ভদ্র মানুষ এর পরিচয়।

ভদ্র মানুষ কে?

মার্জিত, পরিশীলিত, অমায়িক, বিবেকবান, সহনশীল ও

স্বচ্ছ সুন্দর চরিত্রের অধিকারি প্রজ্ঞাবান ব্যক্তিই ভদ্র

মানুষ।

একজন ভদ্র মানুষ-

০১. গালির বদলে গালি দেন না।

০২. বিবাদকারির সাথে বিবাদে লিপ্ত হন না।

০৩. সমালোচনা করা হলে নিরব থাকেন।

০৪. কেউ শুধরে দিলে তাকে কৃতজ্ঞতা জানান।

০৫. শত্রুর সাথেও সুন্দর ব্যবহার করেন।

০৬. শত্রুর দু:খের সময়ও সমবেদনা জানান।

০৭. কেউ ব্যথা পেলে দু:খ প্রকাশ করেন।

০৮. সংকটকালে টেনশন করেন না।

০৯. ভুল করলে ভুল স্বীকার করে নেন।

১০. হাসি মুখে কথা বলেন।

১১. অমায়িক ব্যবহার করেন।

১২. কারো মনে কষ্ট দেন না।

১৩. করো অধিকারে হস্তক্ষেপ করেন না।

১৪. অন্যদের অগ্রাধিকার দেন।

১৫. সহজ সরল জীবন যাপন করেন।

Abadur Rahman

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File