ঈশ্বরের হাত থেকে অস্কার গ্রহণ

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তকরণ ০৮ মার্চ, ২০১৬, ০৪:০৫:০৯ রাত

ইসলাম ধর্ম গ্রহণ করে অস্কার বর্জন করলেন লিয়াকত

লিয়াকত আলি ক্যাপ্রিও

অবশেষে ইসলাম গ্রহণ করে অস্কার বর্জন করলেন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। ধর্ম পরিবর্তনের পর তিনি আনুষ্ঠানিকভাবে তার নাম পাল্টে রেখেছেন লিয়াকত আলি ক্যাপ্রিও। এই ঘটনায় আলোড়ন জেগে উঠেছে সারাবিশ্বের আনাচে কানাচে।

অস্কার গ্রহণ না করার গোপণ রহস্য জানতে লিয়াকত ক্যাপ্রিওকে ফোন করা হলে ‍লিয়াকত প্রথম আলু সাংবাদিককে বলেন, ইসলামে সোনা হারাম। তাই আমি অস্কার বর্জন করেছি।

লিয়াকত আরো জানান, একমাত্র মহান সৃষ্টিকর্তাই পারে তাকে অস্কার প্রদান করতে। সাধারণ কয়েকটা বৃদ্ধ ভামের দল অস্কার দেয়ার কেউ নাহ। প্রকৃত ইমানের আলোয় আলোকিত হয়ে তিনি ঈশ্বরের হাত থেকে অস্কার গ্রহণ করবেন। এমনটাই আশা করছেন লিয়াকত



বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File