উৎসাহ
লিখেছেন লিখেছেন গোধূলির শেষ আবির ১৬ এপ্রিল, ২০১৬, ১১:১৯:২৮ রাত
বৃষ্টির পানির মত শিশুরাও আসে
পৃথিবীকে পবিত্র করার সংকল্প নিয়ে
শুভ্র সফেদ শান্তির বারতা নিয়ে
কেউ পড়ে সরোবরে, কেউ ডোবায়,
কেউবা হ্রদের দিগন্ত বিস্তৃত জলরাশিতে
কেউ পথের শুষ্ক মাটিতে, কেউ ফসলের ক্ষেতে
দমে যায় কেউ, মিশে যায় স্রোতে
ভুলে যায় পথ বিপদে পড়ে
কিন্তু সবাই নয়
বৃষ্টির অসামান্য পবিত্রতা পৃথিবীকেও পবিত্র করে
দেখিয়ে দেয় তার নতুনত্বের স্বকীয়তার শক্তি
দৃঢ় সংকল্প আর একতাই তাদের ভিত্তি
রাত তো আসবে,
কিন্তু রাতকে নয়, রাতে শেষে ভোরেরই সুখবর শোনায় তারা
রাত আসবে বলে ভয় না দেখিয়ে, ভোরকেই উদযাপন করতে পথ দেখায় তারা।
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন