মাসঅালায়ে কওমীয়াত
লিখেছেন লিখেছেন ব্লগার একফোঁটা বৃষ্টি ০৩ মার্চ, ২০১৬, ০৮:০৫:০৭ রাত
কওমী কোন গোষ্ঠী নয়।এটি একটি আন্দোলনের নাম।
উপমহাদেশে ইসলাম প্রচার,বৃটিশদের বিরুদ্ধে জিহাদ
প্রত্যেক ক্ষেত্রেই কওমী আলেমদের অবদান।পাক
ভারত রাজনীতিতে যাদের ছিল প্রত্যক্ষ অবদান তারাই
আজ জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে পিছিয়ে।তাইতো আজ
তৈরি হয়না ইবনে সিনা,জাবির ইবনে হাইয়ান,ইবনে
খালদুন প্রমুখ ইসলামী বিজ্ঞানীগণ।আজ নেই কোন
নসীম হিজাযী।আপনার মনে কি কখনো প্রশ্ন জাগে
কি,একই ব্যক্তি যখন ১৩দফা দাবীতে রাজপথে নামে
তখন গুলি,টিয়ারশেল উপহার পায় আবার একই ব্যক্তি
যখন তুরাগ পাড়ে ইজতেমায় যায় তখন তার সাথে
নাস্তিকদের পৃষ্ঠপোষকরা আখেরি মুনাজাতে অংশ
নেয়।লংমার্চ ঢাকা অবরোধে সরকারী হরতালে যানবাহন
বন্ধ থাকে কিন্তু ইজতেমায় বিশেষ লঞ্চ ট্রেন বরাদ্দ
থাকে।আমি ইজতেমা/তাবলীগের বিরোধী নই।তবে এটা
মানতে হবে ব্যক্তি একই কিন্তু প্রেক্ষাপট ভিন্ন।
কথিত আছে যখন হাঁলাকু খান বাগদাদ আক্রমণ করেন
তখন একদল বিতর্কে ব্যস্ত ছিল ঈসা আঃ কিয়ামতের
আগে যখন আসবেন তখন তিনি যে গাধায় চড়বেন তার
মুত্র পাক না নাপাক তা নিয়ে।দিন পাল্টায়নি। আজো
অনেকেই ব্যস্ত ডাঃ জাকির নায়েক,মওদূদী সাহেবকে
কাফির প্রমাণে।কেউ ব্যস্ত তারাবীর রাকাত নিয়ে।কে
নিশ্চয়তা দেবে যে আর কোন হাঁলাকু খাঁ জন্মাবে না?
বিষয়: Contest_priyo
১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন