সুরা ফাতিহা এবং পরসমাচার

লিখেছেন লিখেছেন ব্লগার একফোঁটা বৃষ্টি ০২ মার্চ, ২০১৬, ১০:১৭:৪৪ রাত

প্রতিদিন ইমাম নামাজ পড়ায়। নামাজে প্রতিদিন বলেন সামি আল্লাহ হুলিমান হামিদা। মসজিদের পাশে এক হিন্দুর বাড়ি। তো হিন্দু চিন্তা করে হুজুর প্রতিদিন হামিদার জন্য দোয়া করে, এই হামিদা আবার কাদের মেয়ে?

এই কথা সেই মসজিদের এক মুসল্লিকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়,

"ভাই আমি ত্রিশ বছর ধরে নামাজ পড়ি। আমি আজো জানতে পারলামনা হামিদা টা কাদের মেয়ে!

গল্পটা বানানো হলেও এটা আমাদের দেশের অধিকাংশ মুসল্লির প্রতিনিধিত্ব করে।

দিনে রাতে তোতা পাখির মত পড়া হচ্ছে সুরা ফাতিহা।

ইয়াহুদী নাছারাদের অনেক সৌভাগ্য যে বেশির ভাগ

হতভাগা মুসলিমরা কুরআনুল কারীমের প্রথম সুরা

ফাতিহার অর্থ জানেনা।ফলে তারা আল্লাহর পরিচয়

ভুলে গেছে।তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে গেছে।

কেয়ামতের দিবসের মালিকের নাম ভুলে গেছে।

আল্লাহকে ফেলে গাইরুল্লাহকে নিয়ে মেতেছে।তারা

সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও কতিপয় সৃষ্ট বস্তুর

প্রার্থনা করছে।এসবের অনুগ্রহ কামনা করছে।তারা

নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ ছেড়ে ইয়াহুদী

নাছারাদের দালালী করছে।

তাই যারা ইসলামী আন্দোলন করেন,আল্লাহর পথে

মানুষকে ডাকেন তারা অবশ্যই এদিকে লক্ষ রাখবেন।

আল্লাহ আমাদের ছোট ছোট ভুল ত্রুটি থেকে হেফাজত

রাখুন।।

আমীন।

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File