ইশতেহার

লিখেছেন লিখেছেন ব্লগার একফোঁটা বৃষ্টি ০১ মার্চ, ২০১৬, ১০:৪৫:০৭ রাত

ইশতেহার

.................

................

আমাদের সব আমাদের হবে

দ্রোহের বিপ্লবে।

তোমাদের সব তূণীরের শর

ন্যায়ের পল্লবে

হবে ভেঙে খান খান।

ধৈর্য্যের নদে ডেকেছে বান

দু'কুল উঠেছে ফেঁপে।

ভিসুভিয়াসের জ্বালামুখ

আবার উঠেছে কেঁেপ।

আগুনের তাপ ফাগুন ডেকেছে

কৃষ্ণচূড়ার শাখে।

শোষিতের দল সভা ডেকেছে

আল্পনা শত আঁকে।

ক্ষুধিতের দল পাষাণ হৃদয়ে

শত অনুনয় তোলে।

যদিবা পাষাণ ভিজে সদয়ে

একটুকু রুটি জলে।

তাতেই ভুখা নাঙা সবে সব ব্যথা ভুলে

লুটায় পাষাণের পায়

দিকে দিকে তারা স্লোগান তোলে

পাষাণের স্তুতি গায়।

ক্ষুধার ব্যথায় চেতনা হায়!

আজ হয়েছে লুপ্ত

ঘুরে দেখ আজ সবদিকে তাই

বিবেক বোধ সুপ্ত।

দিকে দিকে আজ জেগেছে

মানবতার ফেরিওয়ালা।

আমজনতারর আবেগ পুঁজি করে

তারা করছে হোলিখেলা।

সারাটা সকাল তামাশা দেখে

পেরিয়েছে বহুবেলা।

একবার নয় বহুবার তাই

নেড়া যায় বেলতলা।

বেজেছে ডঙ্কা কেটেছে শঙ্কা

জেগেছে নবীন দল।

আমাদের সব আমাদের দিয়ে

পালা চোরের দল।

মিনার হতে ঘোষক ঘোষিছে

আজকে বিদ্রোহ।

আলোকচ্ছটায় তমসা যাবে

যাবে কেটে সব মোহ।

বিষয়: Contest_priyo

১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File