ইসলামী জ্ঞান কোনো গ্যাস বেলুনের মতো নয়

লিখেছেন লিখেছেন বইয়ের পাহাড় ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:০৮:৫৯ বিকাল

বিংশ শতাব্দীটি তথ্য-প্রযুক্তির উন্নতির দিক থেকে ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তি-পরিবার, সামাজিক-আন্তর্জাতিক থেকে নিয়ে ধর্মীয় জীবন কিছুই বাদ পড়েনি এর প্রভাব বলয় থেকে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জ্ঞান যত সহজলভ্য হচ্ছে, সত্যিকার জ্ঞানীদের সংখ্যাও যেন তার সাথে পাল্লা দিয়ে কমছে। দু’ চার পৃষ্ঠার আর্টিকেলেই আজকাল আমাদের জ্ঞানের মশক উপচে পড়ে চারদিক প্লাবিত করে।

কিন্তু বাস্তবতা হলো—ইসলামী জ্ঞান কোনো গ্যাস বেলুনের মতো নয় যে, মুহূর্তের মধ্যে তা উড়তে শুরু করবে, আবার সামান্য কিছুর আঘাতে মুহূর্তেই চুপসে যাবে। দীর্ঘ দিনের ব্যবধানে একটু একটু করে ঝিনুকের মধ্যে যেমন মুক্তা তৈরি হয়, কালের ব্যবধানের তা ভারী ও সৌন্দর্যমণ্ডিত হয়। ইসলামী জ্ঞানও তেমনি একজন মানুষকে মূল্যবান রত্নে পরিণত করে—তবে কেবল তাকেই যার মধ্যে এটা অর্জনের জন্য প্রয়োজনীয় আত্মমর্যাদাবোধ, অধ্যবসায় ও সদিচ্ছা আছে।

ড. বিলাল ফিলিপ্‌স-এর কুরআন বোঝার মূলনীতি বইটা পড়লে আরও বিস্তারিত জানা যাবে ইনশাআল্লাহ।

বইটা ইচ্ছে করলে http://www.seanpublication.com/ অনলাইনে অর্ডার করতে পারেন।

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File