জাতিকে ধ্বংস করার জন্য সে জাতির মহিলাদের পথভ্রষ্ট করাই যথেষ্ট
লিখেছেন লিখেছেন বইয়ের পাহাড় ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৫০:০৩ দুপুর
প্রথম ইসলাম গ্রহণকারী একজন মহিলা, প্রথম শাহাদাত বরণকারী একজন মহিলা, ওহুদের যুদ্ধে রসূলুল্লাহ (সা.) যখন শত্রুপরিবেষ্টিত হয়ে পড়েন তখন যে মাত্র এগারোজন ব্যক্তি তাকে ঘিরে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যান তাদের একজন মহিলা।
ইয়ারমুকের যুদ্ধের প্রচণ্ডতায় পলায়নপর মুসলিম বাহিনীর মাঝে থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁবুর খুঁটি দিয়ে নয়জন রোমান সৈন্যকে একাই গেঁথে ফেলেন যিনি তিনিও একজন মহিলা, সর্বাধিক হাদীস বর্ণনাকারীদের একজন মহিলা, হুদাইবিয়ার সন্ধির পর অচলাবস্থার সৃষ্টি হলে তার সমাধান দানকারীও একজন মহিলা... এই তালিকা অন্তহীন।
ইসলামের বিকাশ এবং অগ্রগতিতে মহিলাদের অবস্থান সর্বত্র দৃষ্টির সম্মুখে না হলেও এর পরিচালিকা শক্তিরূপে তাদের অবদান কোনোভাবেই পেছনে নয়। একটি সমাজের প্রত্যক্ষ নির্মাতা-গোষ্ঠী পুরুষ হলেও প্রকৃতপক্ষে সমাজ গঠনের দায়িত্ব তো আসলে নারীর হাতেই, যেহেতু একজন পুরুষকেও গড়ে তোলেন একজন নারীই।
একারণেই যেকোনো জাতিকে ধ্বংস করার জন্য সে জাতির মহিলাদের পথভ্রষ্ট করাই যথেষ্ট, পতন আপনা আপনিই ঘটবে।
রেহনুমা বিনতে আনিস লিখিত নট ফর সেল বই থেকে সংগৃহীত
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন