উপন্যাসের বাস্তব বিভ্রান্তি

লিখেছেন লিখেছেন বাহউদ্দিন আবির ১৪ মে, ২০১৬, ০৮:৪৫:৫০ রাত

বালিকা আমি হিমু নই, তবু কি তুমি আমার রুপা হবে?

.

--তুমি কি আমায় রুপার মত ভালবেসে মুখে বলবে তোমার পাগলামো এখন আর আমার কাছে কোন অর্থ বহন করেনা

--তোমার বিয়ে ঠিক হলেও বিয়ে করবেনা রুপার মত,আবার আমাকেও বলবেনা বাসা থেকে বিয়ের জন্য দেখছে! ঠিক যেমনটি রুপা করে

--বালিকা আমি হিমুর মত বেরসিক কথা বলব, আর তুমি তাতে ভালবাসা খুজে তা নিংড়ে নিবে কিন্তু রুপার মত। বলবে এসব ফালতু কথা আমায় বলোনা।

-----------------:অবশেষে বালিকা জবাবে বলল

--শোন বালক হিমু আর রুপা কেবল উপন্যাসেই,আর তুমি আমি বাস্তব জীবনে। তবু সবই করতাম যদি তুমি হিমুর মত বিভ্রান্ত করতে পারতে,কিন্তু এখন আর বিভ্রান্ত করতে পারনা।

-শোন বালক,ভালো থেকো তুমি।

---শেষে দুজনেই মুচকি হেঁসে দুদিকে রওনা হল।তবে কার চোখ থেকে পানি পড়ছিল তা বলা মুশকিল।

//////////////////////////

লিখাঃ বাহাউদ্দিনন #আবির

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369039
১৪ মে ২০১৬ রাত ০৯:১৯
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

মনে হয় বালকের চোখ থেকে Tongue Rolling on the Floor
১৪ মে ২০১৬ রাত ১১:০৫
306319
বাহউদ্দিন আবির লিখেছেন : সেটা কেউই জানতে পারিনি,কারন তখন বৃষ্টি হচ্ছিল
369052
১৪ মে ২০১৬ রাত ১০:০৩
হতভাগা লিখেছেন : বালিকার চোখ থেকে পানি পড়ছিল , খুশিতে । কারণ সে বালকটিকে ডাম্প করেছে।
১৪ মে ২০১৬ রাত ১১:০৫
306320
বাহউদ্দিন আবির লিখেছেন : হা হা হা হা
369067
১৪ মে ২০১৬ রাত ১১:৫৮
আফরা লিখেছেন : মনে হয় দুজনের চোখেই পানি ছিল বৃষ্টি ছিল তাই বুঝা যায় নাই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File