ছোট গল্পঃ ও খুব ভাল
লিখেছেন লিখেছেন বাহউদ্দিন আবির ০৩ মার্চ, ২০১৬, ১০:৫৯:১৪ রাত
---জানিস আমার ও(জামাই) না খুব ভাল।
--- যাক তাইলে ত ভালই।ইন্জিনিয়ার দুলাভাই। তা কলেজে ত ভাল ছাত্রী ছিলি। ভর্তি হবিনা?
---নারে ও চায় না আমি আর পড়ি। তবে ও না খু্ব সৎ আর ধার্মিক ।
---আচ্ছা ওদিন বললি শাশুড়ি তোর বাড়ি থেকে আরো জিনিস পাঠায় নি বলে তোর মা বাবাকে ছোট করে অন্যের সামনে। তোর জামাইকে বলিস না??
---বলসি। ও চুপ করে থাকে। তবে ও খুব ভাল।
---ও আচ্ছা। তা ওর বিবাহিত বোনেরা এটা সেটা বলে তোকে সেটা নিয়ে কি বলে?
---কিছুই না ও চুপ থাকে। তবে ও খুব ভাল।
---হুম আসলেই ভাল। তা ওর ব্যবসার জন্য টাকা দিছিলি। আর লাগবে??
--- আরে ও ত কিছু চায় না। ও চুপচাপ থাকে। যা বলার ওর মা আর বোনরা বলে। ও খুব ভাল।
---হ আসলেই সে খুব ভাল।
#যৌতুক
#নিরবতাই_সম্মতি
#আত্ননির্ভরশীলতাহীন
#শিক্ষিত_মানসিকতা
#বাস্তবতা
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন