বুথ এফ.এম by. ডর।

লিখেছেন লিখেছেন কিউট আহমদ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২১:০৭ রাত

র,,,,, ভাই,

আমি আমার কাহিনী শুরু করি?

জ্বী ভাই শুরু করেন আপনার কাজিন।

ঠিক আছে ভাই,,,

আমার কাহিনী হলো, আমি প্রতিদিন রাত করে বাসায় ফিরতাম। বলতে পারেন, এটা আমার একটা অভ্যাসে পরিনত হয়েছে।

তেমনি একদিন রাতে যখন আমি বাসায় ফিরছিলাম,ঠিক সেই সময় একটা সুন্দরী, অাপরুপ, কি বলে যে তার তুলনা দিবো বুঝতে পারছি না।

বুঝছেন ভাই,,,,

অর্থাৎ তার মতো আর কোন মেয়ে আমি আর দেখিনি।

মেয়েটা হঠাৎ আমাকে বলে উঠলো, তুমি প্রতিদিন বাসায় এতো দেরিতে আস কেন?

তোমার জন্যে আমি প্রতিদিন অপেক্ষায় থাকি।

তুমি প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় আমি তোমার দিকে চেয়ে থাকি।

বিশ্বাস করেন র,,,,, ভাই,

আমি এতো বছর ঐ এলাকায় থাকি কখনো এমন মেয়ে আমি সেখানে দেখিনি।

আর সে বলছে নাকি,সে আমার জন্যে প্রতিদান অপেক্ষা করে!

এরপর মেয়েটা আমাকে বলল, তুমি আমাকে বিয়ে করবে?

তোমার পাশে কি আমাকে একটু স্থান দিবে?

আমি না খুব একা। পৃথিবীতে আমার আর কেউ নাই।

র,,,ভাই,

বিশ্বাস করেন, আমি সোয়েটার কথা শুনে, পাগল হয়ে গেলেম,

এতো সুন্দরী একটা মেয়ে, আমার পাশে থাকতে চাই।

তাই আমি রাজি হয়ে,তাকে নিয়ে বাসায় উঠলাম।। আর বাসায় যাওয়ার সময় সে আমাকে,

তার কথা কাউ না বলতে নিষেধ করেছে।

তার কথা মতো আমি কাউকে কিছুু না

আমার সাথে আমার রুমে নিয়ে গিয়ে,তাকে বল্লাম,,,তুমি এখানে বস আমি আসতেছি।

র,,,ভাই,,,

বিশ্বাস করেন,আমি ফ্রেস হয়ে এসে দেখি কেউ আমার রুমে নাই। এরপর তচনচ করে পুরা ঘর খুঁজে দেখলাম। কিন্তু কোথাও তাকে ফেলাম না। মাকেও কেউ জিজ্ঞেস করেছে এর সম্পর্কে। কিন্তু তিনি কাউকে বাহিরেও যেতে দেখেনি।

তাহলে,র,,,,, ভাই,

এতোক্ষন আমার সাথে কি ঘটনা ঘটেছে??

আমি এখনও এর কোনও সত্যতা খুজে পাইনি।

ধন্যবাদ ভাইয়া, এ ছিলো আমার কাহিনী।

(বিঃদ্রঃ এটা একটা সাজানো কান

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File