ইসলাম পূর্বের মেলা আর বর্তমানের মেলা!

লিখেছেন লিখেছেন কিউট আহমদ ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৫১:১৯ সন্ধ্যা

মেলা মানে কি সবাই জানেন।

আর মেলা কোন একটি বিষয়ের উপর হয় না।

এখন অনেক মেলা হয়। প্রতিটি রাস্তার মোড়ে,বিশেষ কোন স্থানে,বড় কোন মাঠে, এমন কি হোটেল রেস্তোরা তেও আজ কাল মেলা হয়।

আর মেলার বিষয় আজ কাল অনেক।আর

কিছুু মেলার নাম শুনলে হাসবো না কাদবো তারও কুল কিনারা পায় না। যেমন, ডাইবেটিজ মেলা আর মধ্যে একটি।

আর আজ কাল বড় মেলা বলতে বুঝি ২১শে বই মেলা কে।

যদিও বাণিজ্য মেলা আরও অনেক বড় আমার বিচারে।

এখন বই মেলা আবার প্রত্যেক বড় শহর গুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে।

এটা অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু এখন বই মেলা যতটুকু না মানুষের উপকার হয়,তার চেয়ে বেশী উপকার হয় লেখোকের। কারণ বই মেলা মানে লেখকদের বই প্রকাশ,অটোগ্রাফ দেওয়ার দৌড়াদৌড়ি, আর সাথে সেলফি তুলে এফবিতে দেওয়া।

আর সাধারনণ মানুষের মেলা মানে হলো,

নাচ-গান,নিত্য,যাত্রাবালা,আর মেয়েদের উচু-নিচুর যাকি।

যেখানে মেয়েদের কোমড় দোলানি নেই,সেখানে মেলার কোন দাম নেই। এমন কি এখন কিছুু শহরে বই মেলাতেও যাত্রা আয়োজন হয়।

অতএব এখন কার মেলার মূল আকর্ষণ হলো নারী। আর নারী প্রতিযোগিতা।

ইসলাম পূর্ব যোগেও মেলা হতো।

তখন কার সময়ও আরবে উকাজ মেলা নামে

এক ধরনের মেলা হতো। যার বিষয় বস্তু ছিলো কবিতা আর নারী।

তাদের মধ্যে বিভিন্ন ধরনের কাব্য প্রতিযোগিতা হতো। যাদের কবিতা গুলো সবার পছন্দ হতো সেগুলোকে পরবর্তী একবছরের জন্যে কাবার দেয়ালে ঝুলে রাখা হতো।

আর তাদের কবিতারও মূল বিষয় ছিলো নারী কে নিয়ে। এমনকি এই মেলায় নারীকে নিয়ে এক ধরনের খেলাও হতো।

যেমন, নারী কে ঘোড়ার লেজের সাথে বেঁধে দিতে,আর ঘোড়া তাকে নিয়ে দৌড়াত। আর নারীটি চিল্লা-বাল্লা করতো, কিন্তু সেই পুরুষ নামের লোক গুলো হাসত। এটা ছিলো ইসলামের পূর্ব যুগ। আর এখন নারীর পিছনে পুরুষ নামের বজ্জাত গুলো দৌড়ায়। আর নারী তাকে নিয়ে খেলা করে,আর দেখে দেখে হাসে।

কিন্তু যে পুরুষ মানুষটির বাহু বল আছে, সে কিন্তু নারীকে জৈবিক চাহিদা দ্বারা তার প্রতিশোধ নিয়ে থাকে। আর নারীটি রাজি না থাকলে হয়ে যায় ধর্ষণ। কিন্তু সে নারীটি রাজি থাকলে হয়ে ইনজয়।

তাই অনেক কিছুু বিবেচনা করলে,দেখায় ইসলাম পূর্ব যুগের অবস্থা আর বর্তমানের অবস্থা প্রায় একই।

এখন সমাজে এমন কোন কাজ নেই যা আগে হয়েছিলো কিন্তু বর্তমানে হয়না।

বরং কিছুু কিছুু ঘটনা পূর্বের যুগকেও হার মানায়।

তাহলে পৃথিবীতে এতো মুসলমান থেকেও লাভ কি!! মাঝেমাঝে আমি আমাকেও এই প্রশ্নটি করি,

আমার দ্বারা এই পৃথিবীর কি এমন লাভ হচ্ছে বা হবে!

বিষয়: বিবিধ

২০৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359965
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৪
শেখের পোলা লিখেছেন : কিছু না হলেও সংখ্যাবৃদ্ধিতো করতে পারছি৷ না ভাই কারও কোন কথা বা প্রচেষ্টা বৃথা যায়না৷ অজ পাড়া গাঁয়ের পোষ্টারও সংসদ ভবনের দেওয়ালে সামান্য হলেও ধাক্কা দেয়৷ আমরা হয়তো দেখিনা৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File