অবশেষে ব্লগারের স্বপ্ন পূরণ!
লিখেছেন লিখেছেন কিউট আহমদ ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩০:২৯ রাত
অনেকের মতো আমারও স্বপ্ন ছিলো ব্লগার হওয়ার। তাই বলে আবার অনেকের মতো মিথ্যা বলছি না। যেমন অনেকে মাইক ফেলে বলা শুরু করে যে, এটা হওয়া আমার ছোট বেলার স্বপ্ন ছিলো। ঐটা হওয়া আমার পিচ্ছি বেলার স্বপ্ন ছিলো।
তাই আমি বলেছি যে,ব্লগার হওয়া আমার একটা স্বপ্ন ছিলো। তবে সেটা ছোট বেলার বা স্কুল কলেজেও নয়।
কারণ আজ পর্যন্ত কোন, স্কুল বা কলেজে কারো স্বপ্ন ব্লগার হওয়া বা কোনও শিক্ষকও বলেনি যে, তোমরা বড় হয়ে ব্লগার হয়ও।
তাই বলছি,আমার ব্লগার হওয়ার আগ্রহ জন্ম হয়।
বিভিন্ন পত্রিকা পড়ার পর এবং বিশেষ করে, বি বি সির বাংলা খবর শোনার পর।
কারণ বি বি সিতে যখন কোন লেখক,বা ব্লগার এর নাম নিতো,তখন আমি ভাবতাম,এটা আবার কি?
এটা কি ভাবে হয়?
এটা হতে হলে কি লাগে? ইত্যাদি চিন্তা শুরু করলাম। এর গুগোলে এটা নিয়ে নিজে নিজে অনেক গাটা-গাটি করলাম।
এরপরে ব্লগার সম্পর্কে মোটামুটি সব জেনে গেলাম।
কিন্তু কি ভাবে একাউন্ট খুলতে হয় বা কেমনে ব্লগারে পাতায় লিখতে হয় তা জানতাম না।
ততোদিনে দেশে শুরু হলো, ব্লগার হত্যা,ব্লগারদের অশ্লীলতা, ব্লগারদের নিচু মানষিকতার পরিচয় ইত্যাদি।
তবে আবার সবাই নয়, যারা এর মধ্যে পড়ে তাড়া।
আর ততোদিনে আমার ব্লগার হওয়ার ইচ্ছেটাও
মাটিতে মিশে গেছে।
কিন্তু আজ হঠাৎ কথা ওঠতে,
বন্ধু #সালাফি ইমতিয়াজ কে বলতেই,
সে বলল আমিও তো দুই-তিনটা একাউন্ট খুলেছি।
তখন তাকে বল্লাম কেমনে?
তাহলে আমাকেও একটা খুলে দে।
তখন বন্ধু বলল, তুই বিডি টুডে যা। আমি গুগুলে চার্য দিয়ে বিডি টুডের ব্লগে প্রবেশ করলাম।
এরপর বন্ধু আমার একাউন্ট খুলে দিলো।
আর সে সাথে আমার একটা স্বপ্নও পূরণ করলাম।
এখন আমিও একজন ব্লগার!!!
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন