হে প্রভু
লিখেছেন লিখেছেন সভ্যতা ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:১৮:০৮ রাত
আমার সম্ভাবনারে দিইয়ো না কভু নিভু।
আমি চাই তোমার কাছে সব,হে আমার রব,
আমারে দেও তুমি ক্ষুদ্রাতিক্ষুদ্র থেকে সব।
আমারে তুমি দাও তোমা রহমত, হে মহান রহমান,
তোমার রহমত আছে যত ভবে সদা বহমান।
আমারে তুমি দেও, লাগে যত রিজিক, হে মহান রাজ্জাক,
করি যেন গুণগান পাখির মত একঝাক।
আমার আছে যত কসুর ক্ষমা করো হে মহান গফুর,
আমি যেন করতে পারি ক্ষমা সকলে নাহি হয়ে অসুর।
আমারে তুমি দাও আছে যত সৃজনশীল সৃষ্টির সক্ষমতা, হে মহান খালেক--
করি না কেউরে জানো হীন অপমান তব বৃদ্ধ হতে নাবালেগ।
বিষয়: সাহিত্য
৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন