আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা

লিখেছেন লিখেছেন সত্যের জয় চিরকাল ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৫:৫৬ বিকাল

প্রশ্ন:-অনেক কেই দেখা যায়,তারা কসম করে বাবা-মায়ের নামে,ছেলের নামে ও কাফনের নামে|আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা কি যায়?

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359819
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : কসম এর আর এক ব্যবহারিক অর্থ হল সাক্ষী৷ সাক্ষী তাকেই করা হয় যে উপস্থিত বা প্রত্যক্ষদর্শী ও ক্ষমতাশালী হয়৷ এ বিবেচনায় একমাত্র আল্লাহই সাক্ষীর উপযুক্ত৷ তাই কসম একমাত্র তার নামেই হতে হবে৷ অন্যের নামে কসম মানে তাকে আল্লাহর সমান বা তার চাইতে বড় মনে করা, অতএব তা শির্ক৷ আর যিনি নিজেই সর্বোচ্চ ক্ষমতাধর,আল্লাহ তিনি যে কোন জিনিষের কসম করতে পারেন৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File