শয়তানের অনিষ্ঠ : ও বাঁচার উপায়...
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন খোরশেদ ২০ এপ্রিল, ২০১৬, ০৮:৩৩:৩৮ সকাল
শয়তান আমাদের অনিষ্ট
করার চেষ্টা করে; এই
চেষ্টায় সে ততক্ষণ পর্যন্ত
লেগে থাকে যতক্ষণ পর্যন্ত
না মানুষকে এর মধ্যের কোন
একটি বা একের অধিক
ক্ষতিতে ফেলতে পারেঃ
১)
শিরক এবং অবিশ্বাস বা
কুফরের মধ্যে ফেলা;
২)
তারপর বিদাআতে জড়িয়ে
ফেলা;
৩) অতঃপর বড় গুনাহে
প্রলুব্ধ করা;
৪) তারপর ছোট
গুনাহে লিপ্ত করানো;
৫)
এরপর নেক আমলের
পরিবর্তে ‘মুবাহ’ আমলে
ব্যস্ত রাখা; (যে কাজে
গুনাহ বা সওয়াব কোনটিই হয়
না এমন কাজকে মুবাহ বলে,
যেমন খাওয়া, ঘুম ইত্যাদি);
উপরের কোন উপায়েই যদি
অনিষ্ট না করতে পারে
তাহলে
৬) অবশেষে অধিক
সওয়াবের আমলের পরিবর্তে
তুলামূলক কম সওয়াবের
আমলে ব্যস্ত রাখা।
#শয়তান
থেকে আত্মরক্ষার দশটি
উপায়ঃ
১) আল্লাহর কাছে
শয়তানের অনিষ্ট থেকে
আশ্রয় চাওয়া;
২) সুরা
ফালাক ও সুরা নাস
তেলাওয়াত করা;
৩) আয়াতুল
কুরসি তেলাওয়াত করা;
৪)
সুরা বাকারা তেলাওয়াত
করা;
৫) সুরা বাকারার শেষ
দুই আয়াত তেলাওয়াত করা;
৬) সুরা গাফির এর প্রথম তিন
আয়াত তেলাওয়াত করা;
৭) “লা ইলাহা ইল্লাল্লাহু,
ওয়াহদাহু, লা শারীকা লাহু,
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইইন
কাদীর” একশত বার পড়া যার
অর্থ – আল্লাহ ছাড়া
ইবাদতের যোগ্য কোন মাবুদ
নেই, তিনি এক তাঁর কোন
শরীক নেই, রাজত্ব তারই,
প্রশংসা মাত্রই তাঁর, তিনি
সকল কিছুর উপর ক্ষমতাবান।
৮) অধিক হারে আল্লাহর
জিকির করা;
৯) ভালভাবে
ওজু করা এবং সালাত আদায়
করা;
১০) অনর্থক এদিক
সেদিক খেয়াল করা, অসার
কথা বলা, অতিরিক্ত খাওয়া
ও অহেতুক লোকজনের সাথে
মেলামেশা থেকে নিজেকে
বিরত রাখা ইত্যাদি।
হে আল্লাহ! শয়তানের অনিষ্ঠ থেকে আমাদের হেফাযত কর-আমীন!
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন