মন এক জটিল সমীকরণের নাম.....

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন খোরশেদ ১৭ এপ্রিল, ২০১৬, ০১:০৪:১৫ দুপুর

মনকে নিয়ে অল্প বিস্তর পড়াশোনা আমার। আজও

আমি এর প্রকৃতি খুঁজার চেষ্টায় আছি..

খুব কাছ থেকে দেখা, ওঁ কখনো অপরূপ এ

বসুন্ধরায় জীবনকে রাঙিয়ে তোলে আপন

মহিমায়। আবার বা কখনো জীবনের চলার পথে

বিষাদের চিহ্ন রেখে যায়..

মন- হয়তো এক জটিল পরিসংখ্যানের ইতিবৃত্ত হবে,

আমার ধারণায়। ওঁ কখন যে কোন দিকে বেকে

যায়- বুঝা মুশকিল! ঈষৎ ধারণা করা যায় মাত্র। কারো

সাথে জীবনের অনেকটা পথ চলেও তার মনের

ছোট্র ঘরে এতটুকুও জায়গা হয়না। আবার বা কারো

সাথে দু দিনের পরিচয়ও মনের ভুবনময় সাড়া ফেলে

যায়..!

হয়তো মনের অস্তিত্ব খুজে বের করা আমাদের

সাধ্যের বাইরে, কিন্তু এর প্রভাব জীবনের প্রতি

পদে পদে...

আমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাই, তাহলে

আমাকে সবকিছুকে সহজভাবে গ্রহণ করতে

শিখতে হবে আগে। জীবনের চলার পথে

যাদের ভালবাসায় সিক্ত আমি প্রতিবেলা, যাদের সামান্য

ভালবাসা আমাকে অনুপ্রাণিত করে শিহরিত করে,

যাদের ছাড়া আমার অস্তিত্বকে হারিয়ে ফেলি-

তাদের অনুপ্রেরণা যোগায় এই 'মন'।

এই মন-ই দুটি অপরিচিত মানুষকে কাছে করে দেয়,

আবার বা কখনো কাছের মানুষকে দূরে ঠেলে

দেয়.. প্রতি নিয়ত এর রূপ বদলায়..! যারা এর রূপ

প্রকৃতিকে আবিষ্কার করতে পারে, নিজের মতো

করে একে নিয়ন্ত্রণ করতে পারে তারা স্বার্থক. .

আর যারা পারেনা তারা সময়ের মহাসমুদ্রে হারিয়ে যায়

দূর অজানায়....

বিষয়: সাহিত্য

১৪৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365961
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২০
টালের পাখা লিখেছেন : সুন্দর মন, সুন্দর জীবন
365986
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২০
303659
গাজী সালাউদ্দিন লিখেছেন : আব্দুল্লাহ বিন খোরশেদ লিখেছেন : এভাবে উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনাদের ধন্যবাদ
366000
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫০
আব্দুল্লাহ বিন খোরশেদ লিখেছেন : এভাবে উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনাদের ধন্যবাদ!
366005
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি খুব একটা নিয়ন্ত্রণ করতে পারিনা, চদরবদর অবস্থা। অহন আমি কিতা করতাম?
366007
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
আব্দুল্লাহ বিন খোরশেদ লিখেছেন : ভাইয়া,
পোস্টে তো বলেইছি, মন- এক জটিল পরিসংখ্যানের ইতিবৃত্ত। একে নিয়ে বড় বড় কয়েকটা পি এইচ ডি হওয়া দরকার! তাছাড়া এভাবে অল্প বিস্তর কিছু গবেষণা নিয়ে এর মূলে পৌঁছা আদৌ সম্ভব কিনা আমার জানা নেই। তাও তো আমি সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবার বাকীটা না হয়- আপনারাই শেষ করেন??
ধন্যবাদ ভাই- গাজী সালাউদ্দিন!
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
303669
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার জবাবগুলো কিন্তু মন্তব্যকারী পাচ্ছেন না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File