অসাধারণ শহরের সাধারন কান্ড

লিখেছেন লিখেছেন শাইখ মাহমুদ র ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:০৯:৩৫ সকাল

আজ সন্ধা আনুমানিক ৬:৩৫ মিনিটের সময় আমি হেঠে যাচ্ছিলাম লন্ডনের ছোঠ একটি রাস্তা দিয়ে যার নাম হল ডানবি রোড কেটফর্ড। তো হঠাৎ আমার চোখ গিয়ে পড়লো একটি গাড়ীর দিকে। দেখলাম এক টিনেজার ছেলে একটি মেয়েকে ধরে এমন পেঠাচ্ছে যে মনে হচ্ছিল কোন ছিনেমার এক্টিং চলছে। অতঃপর দেখলাম মেয়েটি ছুটে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর বলছে আই কন্ট বিলিভ ইট আই কন্ট বিলিভ ইট। মনে মনে ভাবলাম এই না হয় স্বাধের বিলেত যেখানে নারীদের অগ্রাধিকারের কথা বলা হয়।

যাই হোক একটো পরে দেখলাম ঐ গাড়ী থেকে আরো দুটো টিনেজার বের হলো আর অপেক্ষা করতে লাগল সেই ছেলে ও মেয়ে দুটোর। তাদের কথোপকতনে বুঝতে আর বাকি হলোনা যে মেয়েটির বয়ফ্রেন্ডটা তাকে গ্রোপ সেক্সের জন্ঐ এরকম বল প্রোয়োগে রাজি করানোর চেষ্টা করছিল। মনের মাঝে যে সহানুভূতির হাওয়া লাগছিল সেটা ঘৃণায় রূপান্তরিত হয়ে গেল।

মনে মনে ভাবতে লাগলাম যে, কোনও দেশ যদি হাজারো সভ্য়তার ও নারী অগ্রাধিকার বা স্বাধীনতার দাবিদার হয়ে থাকে তবুও শান্তি প্রতিষ্টা করা সমাজে সম্ভব নয় যদি না সেই দেশটি ইসলামী অনুসাশন মেনে না নেয়।

বিষয়: আন্তর্জাতিক

১১৩৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359136
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৮
শেখের পোলা লিখেছেন : প্রথমে আপনাকে স্বাগতম জানাই৷ এমন হাজারো উদাহরণ আছে যা প্রমান করে ইসলাম শ্রেষ্ঠ৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File