প্রধান বিচারপতি ও একটি ছ্যাকা খাওয়া প্রেমের গল্প
লিখেছেন লিখেছেন মোঃ আরিফুর রহমান তুহিন ১০ মার্চ, ২০১৬, ০৬:২১:২৪ সন্ধ্যা
একটি ছেলে বার বার প্রেমে ধরা খেয়ে খুবই হতাশ,
ছেলেটি কাউকে আর বিশ্বাস করতে পারেনা, তার ধারনা দুনিয়ায় সকল মেয়ে সমান
এমন সময় ছেলেটিকে একটি মেয়ে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলল
ছেলেটি দেখল মেয়েটি যে পরিবারের তাদের সা্থে ছেলেটির বহুদিনের শত্রুতা
ছেলেটি রাগে আগুন, চারিদিকে মেয়েটির বদনাম গাওয়া শুরু করল
মেয়েটিও কম যায়না, সে উলটা ছেলেটির গুনগান গাওয়া শুরু করল এবং তার পরিবার ছেলেটির উপর যে অন্যায় করেছিল তা স্বীকার করে নিল
ছেলেটি ভাবল তাহলে মেয়েটি মনেহয় তার পরিবারের মত হয়নি, সে ওদের থেকে আলাদা
পরে গেল প্রেমে, দেখতে লাগল ঘর বাধার স্বপ্ন। ওইদিকে মেয়েটির পরিবারের লোকজন পারলে মেয়েটিকে ত্যাজ্য করে দেয়। প্রতিক্রিয়ায় ছেলেটির পরিবার মেয়েটির পাশে দাঁড়াল
হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে দুঃখের সাগরে ভাসিয়ে, নির্মম ছ্যাকা দিয়ে বিয়ে করে ফেলল
ছেলেটি ও তার পরিবার তা মানতে পারছিল না, ছেলেটির দাবি পরিবারের চাপে মেয়েটি বিয়ে করতে বাধ্য হয়েছে, সে এহেন যুলুমের জন্য মেয়েটির পরিবারকে তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন কর্মসুচী গ্রহন করল
মুল কথায় আসি, কিছুদিন আগে সরকার প্রধান বিচারপতি হিসেবে এস কে সিনহাকে নিয়োগ দেয় সরকার আর তাতেই আমাদের দেশের কিছু অতি সচেতন রাজনীতিবিদ হাউ মাউ শুরু করে
তাঁদের বক্তব্য ৯০% মুসলমানের দেশে হিন্দু বিচারপতি, দেশ ভারত হয়ে গেলরে ভারত হয়ে গেল
কেন? হিন্দু হলেও তিনি আমাদের দেশের নাগরিক, তার যোগ্যতা আছে বলেই তিনি বিচারপতি হয়েছেন, আর একজন হিন্দু বিচারপতি কিভাবে একটি দেশকে ভারত বানিয়ে ফেলবেন।
এভাবে চলতে থাকল কিছুদিন, হঠাৎ করে সিনহা বাবু বললেন যে বিচারপতি খাইরুল হকের দেয়া ৫ম সংশোধনী রায় অবৈধ আর তাতেই সেই সকল সমালোচকরা প্রধান বিচারপতির প্রেমে পরে গেলেন। তারো কিছুদিন পর বিচারপতি মানিকের সাথে যখন প্রধান বিচারপতি ঝামেলায় জড়ালেন তখন তো সেই সকল সমালোচকরা ধন্য সিনহা ধন্য বলে স্লোগান দিতে লাগল
সিনহা প্রেম এত বেড়ে গেল যে তাকে পাড়লে জামাই বানিয়ে ফেলে
তাঁদের সামনে ছিল মীর কাসেম আলীর আপিল বিভাগের রায়, সমালোচকরাতো সিনহা প্রেমে ভিবোর তাই তাঁরা ধরে নিয়েছিলেন যে কাসেম আলীর হয়তো ফাঁসি হবেনা, সিনহাও সেই রকমের সারা দিয়েছিলেন।
সাত তারিখে যে দিন রায় দেয়া হল সমালোচকদের মাথায় আকাশ ভেঙে পড়ল
বাউরে একি, সিনহা বাবু এ কেমন ছ্যাকা দিলেন
কস্টে তাঁদের বুক ফেটে যাচ্ছিল, তবে তাদের প্রেম কোমল না, তাঁদের দাবি সরকারের এবং ভারতের চাপে বাবু এমন ছ্যাকা দিতে বাধ্য হয়েছেন।
ভাইরে, এমন আবেগ নিয়া রাজনীতি করলে চলে, আপনারা জাতির মাথা, আপনারা যদি এমন হঠাত হঠাত প্রেমে পড়েন আর ছ্যাকা খান তবে জাতির কি অবস্থা কি হবে
আবেগ পরিহার করুন এবং বাস্তবতায় ফিরে আসুন
শত্রুর মিশ্রীর ছুরি এড়িয়ে চলুন
বিষয়: বিবিধ
৩৯৪২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন