জামায়াত নিজেই নিজের বিপদ ডেকে আনছে

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুর রহমান তুহিন ০৮ মার্চ, ২০১৬, ০৩:৩৭:১৩ দুপুর

রাসুল (স.) যতদিন নিজে রাষ্ট্র ক্ষমতা পাননি ততদিন সকল নির্যাতন সহ্য করেছেন। অথচ তিনি ইচ্ছা করলেই যে কোন সময় কাফিরদের জবাব দিতে পারতেন। আমরা রাসুলের আদর্শের রাজনীতি করি।

কিন্তু জামায়াত কি করল

জামায়াত পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরল।

পাবলিকের গাড়ি ভাংল, ককটেল মারল। একবার ও কি ভেবে দেখেছে তাঁরা কার গায়ে ককটেল মারছে, কার গাড়ি ভাংছে।

ককটেল মারছে বলেই ওরা জামায়াতকে পেট্রল বোমার অপবাদ দিতে পেরেছে।

হে ভাইয়েরা মনে আছে আপনারা যখন মতিঝিলে সমাবেশ করলেন এবং সবাইকে ফুলের শুভেচ্ছা দিলেন দেশের সকল মিডিয়া আপনাদের কিভাবে প্রংশা করল।

মোল্লা ভাইকে ফাঁসি দিলনা।

যখন আপনারা হার্ড লাইনে গেলেন ওরাও াপনাদের উপর ক্ষেপে গেল।

ভাই আপনারা যদি রাসুলের আদর্শের রাজনীতি করেই থাকেন তবে কেন গাড়ি ভাংলেন, ককটেল মারলেন।

কেন সাধারন মানুষকে আহত করলেন।

আজ জাতি এর উত্তর জানতে চায়!

আমায় ভুল বুঝবেন না , আমি সমালচনা করছি না। আমি এই সব ব্যাপারে আপনাদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কেউ শুনতে চাননি। আর কথাগুলো আমার একার নয়। আমি পরিসংখ্যান চাল্যে দেখেছি যে ৭০% সক্রিয় জনশক্তি এ কথাই বোলে।

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361843
০৮ মার্চ ২০১৬ রাত ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : মনে হচ্ছে গাড়ি পোড়ানোআর ককটেল মারা নিজের চোখে দেখেছেন৷ আমার জানা মতে হাতেনাতে যে কটা ধরা পড়েছে তার একটাও প্রকৃত জামাত শিবির নয়৷ আপনাদের মত কারিগরেরই বানানো৷ বলে রাখি, আমি জামাত শিবিরের কেউ নই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File