শহিদ, ফুল, গান ও দোয়া ও কিছু কথা

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুর রহমান তুহিন ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৫:১৩ রাত

তখন আমার বয়স কত ৫-৬ বছর হবে

আমি ছোটবেলা থেকেই খুব ঘুমপ্রিয়

একমাত্র ঘুমই আমায় সত্যিকারে ভালবেসেছে

তো সকাল ৫টার দিকে আমায় জোর করে ঘুম থেকে তুলে জামাকাপড় পড়িয়ে কোলে করেই আমার বড়ভাই সাথে আপুকে নিয়া কই যেন রওনা হল

চড়ম মেজাজ খারাপ, একেইতো ঘুম শেষ হয়নি তার উপর শীত

যাই হোক হঠাত করে চোখে পড়ল ভাইয়ার স্কুল

অনেক মানুষ, সবার হাতে ফুল, সবাই লাইনে দাঁড়ানো

আমার ভাঈ বোনও লাইনে দাড়িয়েছে

দেখলাম সবার হাতে জুতা

যখন শহিদ মিনারের সামনে আসলাম ফুল ধেখে আর লোভ সামলাতে পারলাম না

এক দৌড়ে শহিদ মিনারে

পিছনে পিছনে আমার ভাইয়ের বন্ধু হেলেল ভাই এসে বলল আরে কর কি কর কি, তোমার পায়েতো জুতা এই বলে আমার পা থেকে জোর করে জুতা খুলে নিল

আমি বেচারা ব্যা...............করে কেঁদে দিলাম

আবার তারা সবাই মিলে আমায় ঠাণ্ডা করলেন।

ফুল পর্ব শেষ এবার গান পর্ব

হারমোনিয়াম, তবলা নিয়ে গান ধরল 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ ফেব্রুয়ারি' খুব সুন্দর গান, আমি না পারলেও তাল মিলাতে চেষ্টা করলাম, যদিও আমার কন্ঠ মাসা আল্লাহ্‌ তার পরেও আমি ছোটবেলা থেকেই গান প্রেমিক

গান পর্ব শেষ হওয়ার পর বক্তব্য, শহিদের ত্যাগ, ভাষা ইত্যাদি ইত্যাদি সব মনে নেই

কিছুক্ষনের মধ্যে মৌলভী হুজুর মিলাদ পড়ালেন, আত্মার মাগফিরাত কামনা করলেন

মোনাজাতও করলেন

ভাইয়ের মত যারা বছরে বছরে ফেলটুস মারতেন তারা হয়তো কাঁদলেনও

সব শেষে জিলাপি, আমার প্রিয় খাদ্য

ঘটনাটা উল্লেখ করলাম আজ ২১শে ফেব্রুয়ারি দিনটি সম্পর্কে সবাই জানেন তাই বিস্তারিত কিছু বললাম না

কথা হল আমরা যদি তাদের শহিদ হিসেবে মেনেই থাকি তাহলে এই নাচ গান ফুল এগুলো কেন?

এগুলো কি আমাদের ধর্ম সমর্থন করে

আর যদি তাদের হিন্দু ধর্ম অনুযায়ী শহিদ বলি তাহলে কোরআন খানি কেন (যদিও এখন এটা খুব কম হয়)

ভাষা সৈনিকরা জীবন দিয়েছেন দিয়েছেন আমাদের ভাষার স্বাধীনতা

তাদের এই ত্যাগ কি এক রাতে আনন্দ করে জুতা বর্জন করলেই শেষ হয়ে যাবে

২১শে ফেব্রুয়ারি এলে চেতনার অভাব নেই আর ২২শে ফেব্রুয়ারি এলেই বাংলাকে বাংলা না বলে ব্যাংলা বলি

বাংলা নাটক দেখলে আমরা সনাতন হয়ে যাই তাই ঘরে বসে স্টার প্লাস দেখি আর বলি কেয়া হুয়া

যদি কোন ছেলের সাবজেক্ট বাংলা হয় তাহলে সে বলতে লজ্জা পায় তার সাবজেক্ট বাংলা আর যিনি শুনেন তিনিতো আরো লজ্জা পান

আমাদের দেশে অনেক শিক্ষিত ছেলে আছে যারা ভালকরে বাংলা লিখতেও পারেনা, বাংলা লিখতে গেলে কলম ভেঙ্গে যাবে

আসলে আমদের এই চেতনা পুরটাই লোক দেখানো, একটা উতসব মাত্র।

অবস্য অল্প কজন আছেন যারা মন থেকে একুশে ফেব্রুয়ারি চতনা লালন করে বাকি সবাই আনন্দটাকেই নেয়

ওই আমি যেমন আনন্দ পেয়েছিলাম জিলাপি খেয়ে

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File