অনুকাব্য-স্বভাব

লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৭:৪৯ সকাল



এক

বকের কাছে কাকের প্রশ্ন

তুমি সাদা আমি কালো

বলতো কে বেশী ভাল?

সাদা-কালোয় হয়না বিচার

এটা যদি মানো

ভাল মন্দের তফাৎ করতে

স্বভাবকে আগে জানো।

দুই

কুকুর শিয়াল একই রকম

তফাৎ শুধু লেজে,

কুকুর থাকে মোড়ল সেজে

শিয়াল চোরের বেশে।

তিন

ইদুর দেখলেই বিড়াল করে তাড়া

মিঁয়াও মিঁয়াও গালি দেয়

পাজি লক্ষীছাড়া।

ঠিক তেমনি বিড়াল দেখলে

কুকুর তেড়ে আসে,

দৌড়াইলে দৌড়িতে হয়

বুঝে তখন শেষে।

চার

রামছাগলের বিয়ে হচ্ছে

দায়িত্বভার শিয়ালের

অপাত্রে অমূল্য ভার

অভাব শুধু খেযালের।

পাঁচ

একই প্রানী দুটি নাম

ষাঁড় আর বলদ

নামের মধ্যে তফাতটা কি

কিবা তার গলদ!

যৌবন কালে যুদ্ধা আর

প্রবীন কালে বুদ্ধা,

পশু মরিলে মুদ্রা আর

মানুষ মরিলে মুর্দা।

বিষয়: সাহিত্য

১০৭১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360415
২৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৩৮
বাকপ্রবাস লিখেছেন : দারুণ Rose Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File