ভাবনা
লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:২৭:২১ সকাল
আমার ভাবনা আমার কাছে
নয়তো কিছু দামি,
তাইতো আমি শরনার্পন
তোমরা যারা গুনী।
ভাবনা আমার ঘোড়ার ডিমে
অস্তিত্ব নেই,আছে শুধু গল্পে।
মিছে তারে টানছি কেন,
ভাল কিবা মন্দে!
গৌরি সেনে টাকা দিবে
যা খাবি খা যত, আজও আমি পাইনি তারে
চেষ্টা করেও শত।
যত দোষ নন্দ ঘোষ
নন্দ ঘোষটা কে?
মিছে ভাবনা ভেবে ভেবে
মাথা গেল যে!
টিকটিকিয়ে টিক টিক করলেই
মানুষ ভাবে ঠিক,
এমনি আসে হাজার ভাবনা
গুলিয়ে ফেলি দিক,
আমার কাছে কঠিন এসব
তোমাদের কাছে হয়তো এসব
শুধুই পানের পিক।
বিষয়: সাহিত্য
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন