অনুকাব্য-স্বভাব

লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৫৭:৩৫ সন্ধ্যা

এক

বকের কাছে কাকের প্রশ্ন

তুমি সাদা আমি কালো

বলতো কে বেশী ভাল?

সাদা-কালোয় হয়না বিচার

এটা যদি মানো

ভাল মন্দের তফাৎ করতে

স্বভাবকে আগে জানো।

দুই

কুকুর শিয়াল একই রকম

তফাৎ শুধু লেজে,

কুকুর থাকে মোড়ল সেজে

শিয়াল চোরের বেশে।

তিন

ইদুর দেখলেই বিড়াল করে তাড়া

মিঁয়াও মিঁয়াও গালি দেয়

পাজি লক্ষীছাড়া।

ঠিক তেমনি বিড়াল দেখলে

কুকুর তেড়ে আসে,

দৌড়াইলে দৌড়িতে হয়

বুঝে তখন শেষে।

চার

রামছাগলের বিয়ে হচ্ছে

দায়িত্বভার শিয়ালের

অপাত্রে অমূল্য ভার

অভাব শুধু খেযালের।

পাঁচ

একই প্রানী দুটি নাম

ষাঁড় আর বলদ

নামের মধ্যে তফাতটা কি

কিবা তার গলদ!

যৌবন কালে যুদ্ধা আর

প্রবীন কালে বুদ্ধা,

পশু মরিলে মুদ্রা আর

মানুষ মরিলে মুর্দা।

বিষয়: সাহিত্য

১১১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359062
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওয়াও সুন্দর সুন্দর
359065
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৩
েমাবারক হােসন লিখেছেন : অনেক ধন্যবাদ
359075
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৬
আফরা লিখেছেন : সত্যি খুব ভাল লাগছে !! ধন্যবাদ ভাইয়া ।
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৪০
297782
েমাবারক হােসন লিখেছেন : অনেক ধন্যবাদ।
359080
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মা শা আল্লাহ!!
বা্‌হ্‌! ভালই তো!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
359099
১০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৯
েমাবারক হােসন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File