বাংলার প্রকৃতি

লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:১০:৩৩ সন্ধ্যা

হোকনা ছোট এই বাংলাদেশ

আমার জন্ম ভূমি।

নানা রকম শস্য শ্যামলে

দিয়েছে ভরে জমি।

বনের পাশে খয়েরি শালিক

ঝটলা করতে থাকে।

পাশের হলুদ সরষে ক্ষেত

নয়ন টেনে রাখে।

এমন দেশেই জন্ম আমার

সবুজ ঘাসের বুকে,

সুখে দুংখে থাকি মোরা

বাংলার প্রকৃতিকে ভালবেসে।

বিষয়: সাহিত্য

১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File