প্রেমে আহবান
লিখেছেন লিখেছেন েমাবারক হােসন ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৫৬:৩৬ সকাল
হৃদয়ের দ্বার খুলে করছি আহবান
শুনতে তুমি পাওনি নাকি করেছ অভিমান।
কোকিল হয়ে ডাকি তোমায়
নিরব দুপুর বেলা
সারা তুমি দাওনি
হয়তো হৃদয়ে তোমার লাগেনি দোলা।
গোলাপ হয়ে তুমি আমার
মন করেছ জয়
ভালবাসা দাওনি তুমি
করেছ কাটার ভয়।
চাঁদ ভেবে ভালবেসেছি তোমায়
প্রতিদান দাওনি পূর্নিমা দিয়ে
ক্ষনিকের জন্য ভাবনি
তুমি আমাকে নিয়ে।
তবুও আমি ছাড়ছি না হাল
পেতে ভালবাসা,
আজকে তোমায় নিগড়ে দিলাম
আমার মনের কথা।
বিষয়: সাহিত্য
৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন