গো- মাতা বিতর্ক
লিখেছেন লিখেছেন বায়বার্স ০৪ জুন, ২০১৬, ০১:২২:১৪ রাত
বর্তমান পৃথিবীতে বোধহয় গরুই সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রাণী। ভারতের রাজনীতি এখন গরুকেন্দ্রিক রাজনীতি। ট্রাকে করে গরু পরিবহন করলেই মুসলিম ট্রাক ড্রাইভারদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। জবাই তো দূরের কথা।পশুর জন্য মানুষকে সাপের মত পিটিয়ে মেরে ফেলে গোরক্ষা কমিটির গর্বিত সদস্যরা ছবি ও ভিডিও আপলোড করছে, খবরে প্রচারের জন্য সাংবাদিক ডেকে আনছে। পুলিশ এসে মুমূর্ষু ট্রাক ড্রাইভারদের এরেস্ট করে নিয়ে যাচ্ছে। পুরো ইন্ডিয়া আজ মগের মুল্লুক।
কিন্তু হিন্দুরা কেন গরু খায় না?
প্রাচীন ভারতের হিন্দুরা ব্যাপক গরু খেত। বর্তমানের জঙ্গি হিন্দুদের এ ব্যাপারে কোনো খবর নেই। পরে একসময় ব্রাহ্মণদের নিরামিষভোজীতায় পেয়ে বসে এবং তারা তাদের এ নীতি অন্যদের উপর চাপিয়ে দিতে চায়। ফলে রাতারাতি গরু মা হয়ে যায়। প্রাচীন হিন্দুদের ব্যাপক গরু খাওয়া সম্পর্কে দিল্লী ইউনিভার্সিটির ইতিহাসের বিখ্যাত প্রফেসর, ইন্ডিয়ান হিস্টোরিকাল রিসার্চ সোসাইটির সদস্য প্রফেসর ডি. এন. ঝা লিখেছেন তার বিখ্যাত বই
THE MYTH OF HOLY COW
গুগলে সার্চ দিলেই বইটার pdf ভার্সন পাবেন। https://archive.org/download/TheMythOfHolyCowJha/The_Myth_of_Holy_Cow_-Jha.pdf
পৃুনশ্চ: আজকাল ইন্ডিয়ায় ষাড় বা বলদ জবাইও নিষিদ্ধ। তাই আমরা ধরতে পারি বর্তমান ইন্ডিয়ায় গোমাতা তিন ধরণের
১) পুরুষ গোমাতা
২) স্ত্রী গোমাতা
৩) হিজড়া গোমাতাগোমাতা
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন