হে আমার আত্মা

লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ২৯ জানুয়ারি, ২০১৬, ০৯:২২:২৭ সকাল

দৃষ্টির হেফাজত শুধু রাস্তায় হেঁটে যাওয়া নারীর দিকে

তাকানো থেকে বিরত থাকা নয়, দৃষ্টির হেফাজত হচ্ছে;-

গভীর রাতে একলা একাকী থেকেও ইন্টারনেটে, পিসি

বা মোবাইলে গায়রে মাহরাম নারীর ছবি দেখা থেকে

নিজেকে বিরত রাখা। কারণ, প্রথম ক্ষেত্রে হয়তোবা

অনেকেই তোমার তাকানো দেখে ফেলবে এই ভয়ে

তুমি নিজেকে বিরত রাখছো, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তো

সাক্ষী মাত্র একজন এবং সেটা স্বয়ং আল্লাহ এবং তুমি

শুধু তাকেই ভয় করে, শুধু তাকেই ভালবেসে, শুধু তারই

কাছ থেকে পুরষ্কারের আশায়, শুধু তারই শাস্তি থেকে

বাঁচার জন্য এই কাজ থেকে নিজেকে বিরত রাখছো।

বিষয়: বিবিধ

১৩৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357940
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:৪৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আমি নিশ্চিত আপনি নিজেও রাতে এই কাজটিই করেন।
কিছু মনে করবেন না। ধন্যবাদ।
২৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৮
297034
বিবর্ন সন্ধা লিখেছেন : শয়তানের কাজ ই হলো ,মানুষকে ফুসলানো
তবে কেউ ভুল বুঝতে পারলে ,
আললাহ তাকে মাফ ও করে থাকেন Good Luck
358000
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০১:৩৬
জুবাইর জালালাবাদী লিখেছেন : আমি সবার প্রতি ভালো ধারণা রেখে, নিজের আত্মাকে সম্বোধন করে কথা গুলো বলেছি। ধন্যবাদ!
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.)
358001
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০১:৩৭
জুবাইর জালালাবাদী লিখেছেন : বিবর্ন সন্ধা আপনি সঠিক কথা বলেছেন।
আল্লাহ যেন মাফ করে দেন। শুকরিয়া!
358067
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১০:১৭
আফরা লিখেছেন : খুব ভাল লাগল অনেক ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File