হে আমার আত্মা
লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ২৯ জানুয়ারি, ২০১৬, ০৯:২২:২৭ সকাল
দৃষ্টির হেফাজত শুধু রাস্তায় হেঁটে যাওয়া নারীর দিকে
তাকানো থেকে বিরত থাকা নয়, দৃষ্টির হেফাজত হচ্ছে;-
গভীর রাতে একলা একাকী থেকেও ইন্টারনেটে, পিসি
বা মোবাইলে গায়রে মাহরাম নারীর ছবি দেখা থেকে
নিজেকে বিরত রাখা। কারণ, প্রথম ক্ষেত্রে হয়তোবা
অনেকেই তোমার তাকানো দেখে ফেলবে এই ভয়ে
তুমি নিজেকে বিরত রাখছো, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তো
সাক্ষী মাত্র একজন এবং সেটা স্বয়ং আল্লাহ এবং তুমি
শুধু তাকেই ভয় করে, শুধু তাকেই ভালবেসে, শুধু তারই
কাছ থেকে পুরষ্কারের আশায়, শুধু তারই শাস্তি থেকে
বাঁচার জন্য এই কাজ থেকে নিজেকে বিরত রাখছো।
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু মনে করবেন না। ধন্যবাদ।
তবে কেউ ভুল বুঝতে পারলে ,
আললাহ তাকে মাফ ও করে থাকেন
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.)
আল্লাহ যেন মাফ করে দেন। শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন