স্বপ্নের ফেরিওয়ালী

লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ২৯ জানুয়ারি, ২০১৬, ০২:১৭:৪৩ রাত

স্বপ্নের ফেরিওয়ালী!

তুমি নিশ্চয় জানো;- মহান আল্লাহ তায়ালা

তোমাকে নিজ ঘরে থাকার নির্দেশ দান

করেছেন। আল্লাহর রাসুল (সাঃ) উনার

জীবদ্দশায়ও উনার পিছনে নামাজ পড়ার

চেয়ে বাড়ীর সব থেকে ভেতরের ঘরে

নামাজ পড়ায় অধিক সাওয়াবের কথা

উল্লেখ করে গিয়েছেন। আমাদের রব

তোমার উপরে কোন অর্থনৈতিক দায়িত্ব

চাপিয়ে দেননি। আমাদের বাড়ীতে তোমাকে

রাণী হয়ে থাকার মর্যাদা দিয়েছেন।

ভাবতে অবাক লাগে! আজ সেই তুমি

অফিস-আদালত, মাঠে-ময়দানে কাজ

করে রাণী থেকে চাকরাণী হতে চাচ্ছো?

বিষয়: সাহিত্য

১৪২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357932
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৪৬
শেখের পোলা লিখেছেন : এটিই প্রগোতীবাদীদের সফল্য৷ তারা মেয়েদের রাণী থেকে চাকরাণী বানাতেই চায়৷ ধন্যবদ৷
357943
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:৫৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : পাবলিক প্লেসে এসব বলে লাভ নেই। চিল্লাইলে গলাই ফাটবে কাজের কাজ হবেনা। নিজের ঘড় সামলাতে হবে। ধন্যবাদ।
358003
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০১:৪২
জুবাইর জালালাবাদী লিখেছেন : মিজানুর রহমান ভাই! এটা ব্যক্তিগত কোন সমস্যা নয়, পুরো মুসলিম জাতির অনেক মেয়েরা আক্রান্ত। তাই সবার জন্য পাবলিক প্লেসে কথা গুলো বললাম। ধন্যবাদ আপনাকে।
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১০:২২
297093
আফরা লিখেছেন : ভাইয়া আপনার কমেন্টের জবাবগুলো কমেন্ট হয়ে যাচ্ছে কাজেই যাদের কমেন্টের জবাব দিচ্ছেন তারা এটা পাবে । ভাইয়া সবার কমেন্টের নীচে দেখুন নীল রংগের একটা তীর চিহ্ন দেয়া আছে ওখানে ক্লিক করুন তাহলে তাহলে একটা বক্স আসবে ওখানে জবাব লিখুব তাহলে উনারা পাবেন ।
358068
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৪
আফরা লিখেছেন : কি করব ভাইয়া আমি চাকরানী হতে চাই না কিন্তু বর্তমান সময় তো আমাকে ছাড়বে না তবু ইচ্ছা আছে । আল্লাহ ভরষা ।
ধন্যবা ভাইয়া
০৫ মে ২০১৯ দুপুর ১২:১০
318384
জুবাইর জালালাবাদী লিখেছেন : শুকরিয়া। আল্লাহ কবুল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File