স্বপ্নের ফেরিওয়ালী

লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ২৫ জানুয়ারি, ২০১৬, ০১:০৩:২৪ রাত

স্বপ্নের ফেরীওয়ালী! কেমন আছো তুমি?

অনেক অনেক দিন ধরে তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি পথে প্রান্তরে, হাজারো মুখের ভিড়ে, তোমাকে খুঁজি আকাশের নীলিমায়, সুর্যের লালিমায়, সাগরের বিশালতায়, পাহাড়ের উচ্চতায়, তোমাকে খুঁজি জোৎছনার আলোতে, চন্দ্র তারার মেলায়, তোমাকে খুঁজে ফিরি আমি দিগন্ত রেখার ঐ দুর সীমানায়, তোমার খুঁজে আমি চাতকের মতো পৃথিবী ঘুরিয়া বেড়াই। তোমার খুঁজে আমি ব্যর্থ হওয়ার উপক্রম।

"

আমি ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন, আমি একাকী, আমি উম্মাদ। না...না...আমি ব্যর্থ হইনি! আজ আমার স্বপ্নের ফেরীওয়ালীকে খুঁজে পেয়েছি। এতোদিন পর আমার কারবালা সুন্দরীকে পেয়ে আমি পুলকিত আনন্দিত, এতো সুন্দরী নয়, যেন

হুর-পরী।

*

তুমি কি জানো! আমার স্বপ্নের রাজ্যের সেই ফেরিওয়ালী

তুমি-ই। কসম সেই খোদার একটি পশম ও তোমার স্পর্শ করতে কেউ পারবেনা। আজ আমি বলবো আমার মনের গহীনের সব কথা। তুমি কি শুনবেনা? আজ তোমাকে

শুনতেই হবে আমার মনের অব্যক্ত সকল কথা।

*

তুমি কী জানো!! প্রথম দেখাতেই তোমার রক্ত জবা ঠোট, ফুলের পাপড়ির মত গাল ও দেহের নিটোল বাধন আমাকে আকৃষ্ট করেছে। আমার প্রাণ উৎসর্গিত সেই চিবুকের জন্য

যার মুচকি হাসি আমাকে মুগ্ধ করেছে। যার সৌন্দর্য বর্ধন করেছে এমন উজ্জল্য যা আমাকে অন্য ঔজ্জল্যের প্রতি তাকানো থেকে বারণ করেছে। তোমার তরতাজা মুক্তামালা, শিলাদানা, বাবুনা পুষ্প, মকুল দ্বারা মুচকি হাসি আমাকে পাগল করেছে, তোমার আছে মুক্তা সদৃশ দেহ বল্লরী। এমন উজ্জল দেহে প্রাণ হয়েছে মুক্তার হার। আমি তোমার পূর্বে এমন পূর্নিমার চাদ দেখিনি, যাকে তারকার মালা পরানো হয়েছে।

"

এই! তুমি কি আমার নিঃসঙ্গ জীবনের সাথী হবেনা ? তোমার প্রেমে আমি যে মজনু হয়ে গেছি। জানোঃ- তোমাকে যদি না পাই, তবে আমি দেবদাস হয়ে যাবো। প্লিজ তুমি উপন্যাসের পারবতী হইয়ো না।

"

স্বপ্নের ফেরিওয়ালী!

তুমি কি কভূ আমাকে নিয়ে ভেবেছো? যাচাই করেছো কি আমার হাটা-চলা, আচার উচ্চারণ? ইশ.... তুমি যদি একটুও

যাচাই করতে তাহলে আজও বেখবর থাকতেনা। আমাকে এবং আমার মনের কথাগুলো সহজেই বুঝে নিতে।

"

চলো..তুমি আমি দুজনে মিলে, আমাদের মাঝে লুকিয়ে থাকা লায়লী-মজনু, শিরি ফরহাদের প্রেমের প্রতিভা জাগিয়ে তুলি। আর কতো অপেক্ষা? তুমি আমি দুই প্রান্তের দুই মানব-মানবী। চলো মোরা এক ও অভিন্ন হৃদয়ে পরিণত হয়ে যাই। হয়ে উঠি

আজীবনের সুখ-দুঃখের সাথী, সঙ্গী।

"

চলো...... হাতে হাত ধরে প্রেমের রাজপথ দিয়ে পাড়ি জমাই স্বপ্নের প্রেমরাজ্যে। সুচনা করি যোগল জীবনের। রচনা করি

প্রেমের নতুন ইতিহাস। গাঙের ঢেউয়ের মতো বলো প্রিয়া! কবুল, কবুল, কবুল।

বিষয়: সাহিত্য

১৭৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358070
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File