আমার চোখে দেখা একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩১:৩৭ দুপুর
মাকসুদুর রহমান শাহীন
সৌদি আরব থেকে
১১তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে বাংলাদেশে পৌঁছাই ২৭ ডিসেম্বর রাত্র বেলাই খবর আসে ঢাকা অবস্থান করা যাবে না। কি আর করার ২৮ তারিখ সকালে লঞ্চে বরিশালের জন্য রওনা দিলাম বিকালবেলা পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে দেখার জন্য বের হলাম চারদিকে শুধু সরকার দলীয় প্রার্থীর পোস্টার লাগানো সাথে আছে সরকারের ৯০ কোটি টাকা নিয়ে বিকল্প বিরোধী প্রার্থীর কিছু পোস্টার টাঙিয়েছেন মনটাই খারাপ ধানের শীষের প্রার্থীর কোন পোস্টার চোখে পড়েনি, তারপরও আশা যে সেনাবাহিনী জাতির ক্লান্তিলগ্নে গনতন্ত্র পাশে থাকবে। কিন্তুু আমি অনেকটা জায়গায় খোঁজ খবর নিয়ে ও আমি নিজে গিয়ে দেখলাম সেনাবাহিনী নামমাত্র টহল তারা নিস্ক্রিয় আশাহত না হয়ে ৩০শে ডিসেম্বরের নির্বাচনের দিন হয়তো জনগণ ভোট দিয়ে এই আওয়ামিলীগ ফ্যাসিসদের প্রতিবাদ করবে। ৩০ তারিখ সকালে সকালে উঠে মা বাবা ভাইদের নিয়ে ভোট কেন্দ্রে পৌছুতেই দেখি ৩০ /৪০ জনের একটি সারি মনে করছিলাম ভোট মনে হয় সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে একই জায়গায় ৩ঘন্টা অপেক্ষা করার পরও লাইন সামনে মোটেই আগাচ্ছে না। এরপর আমি বললাম পিজাইডিং কর্মকর্তাকে ভাই লাইন তো সামনে আগাচ্ছে না তিনি বললেন ভিতরে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে আর আপনাদের ভোট দিতে হবে না আপনাদের ভোট আমরাই দিয়ে দিব। তার উত্তরে আমি আওয়ামীলীগের পুলিশ ও পিজাইডিং কর্মকর্তাকে বললাম যেহেতু আমরা ভোট দিতে আসছি লাইনেও ৩ঘন্টা দাঁড়িয়ে ভোট দিতে পারিনি মানুষ আমাদেরকে লজ্জা দিবে যে ভোট দিতে পারেনি এই অপমান থেকে এড়াতে পিজাইডিং কর্মকর্তাকে বললাম আমাদের হাতে একটু কালি লাগিয়ে দিয়ে দিন! এই হলো আমার দেখা জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন হাসিনা বাংলাদেশের মানুষ ও গনতন্ত্রের সাথে বেইমানী করছে যেমনটা করেছিলেন শেখ মুজিব ১৯৭১। সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন