চলে গেলেন মুসলিম বিশ্বের ইসলামী আন্দোলনের অবিসাংবাদিত নেতা হাসান আত তুরাবী
লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ০৭ মার্চ, ২০১৬, ০১:৩৪:৫২ রাত
মুসলিম বিশ্বের অবিসাংবাদিত নেতা এবং সুদানের বিরোধীদলীয় "পপুলার কংগ্রেস পার্টির" প্রধান হাসান আত-তুরাবী (৮৪) আর নেই।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
গতকাল তাঁর নিজ অফিসে কাজ করা অবস্থায় স্ট্রোক করলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান (আল জাজিরা)।
সুদানের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হাসান তুরাবী ১৯৩২ সালে সুদানের কাসালা গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। সুদানের খারতুম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর ইংল্যান্ডের কিংস কলেজ থেকে আইনের উচ্চ ডিগ্রি অর্জন করেন। অতপর ফ্রান্সের প্যারিসে সারবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।তিনি ১৯৬৪ সালে খার্তুম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হন। তিনি একাধারে মুফাসসির, আইনবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং অসংখ্য বইয়ের লেখক।তার বই পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।
খার্তুম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি ব্রাদারহুডের রাজনীতির সাথে জড়িত হন। ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি সুদানের এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছিলেন এবং ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি সুদানের ন্যাশনাল এসেম্বলি’র স্পিকারের দায়িত্ব পালন করেন।
সুদানের এ বিরোধীদলীয় নেতা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সরকারের নেতিবাচক কাজের সমালোচনা এবং ইসলামের প্রতি অনড় অবস্থানের কারণে সামরিক সরকার তাঁকে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কারাগারে বন্দি রাখেন। এছাড়া ২০০৯ সালেও তিনি গ্রেফতার হন এবং বিভিন্ন সময় গৃহবন্দি ছিলেন।
আল্লাহ এ মহান মানুষটিকে জান্নাতুল ফিরদাউস দান করুন।আমীন
-সংগৃহিত
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন