দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ স্ত্রীর’ সম্মাননা পাবার যোগ্যতা রাখেন তিনি :

লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:২৩:৪১ সন্ধ্যা



বৃক্ষমানব আবুলকে চেনেননা এমন মানুষ হয়তো খুজলেও পাওয়া যাবেনা এই দেশে। একইসাথে আবুলের শরীরের বাড়তি অংশের চিত্র ফেসবুকে অথবা খবরের কাগজে দেখে শিউরে ওঠেনি এমন কম মানুষই আছে। তবে এতকাল যে আবুলকে শুধুই অভাগা মনে হতো সেই আবুল যে কতবড় ‘ভাগ্যবান’ তারও খোজ মিললো এবার। আসলে প্রতিটি মানুষের জীবনই হয়তো এক একটা অনন্য গল্প।

মিডিয়ার কল্যানে বৃক্ষ মানব আবুল বাজনাদারের শারীরিক সমস্যার কথাই জেনেছি এতদিন। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যানে তার ব্যাক্তিগত জীবন নিয়েও জানা গেলো দারুণ সব তথ্য। অসুস্থতার খবর পাবার পর থেকেই আবুলকে নিয়ে সবচেয়ে যে মানুষটা বেশি লিখেছেন তিনি হলেন, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট ফজলুল বারী। সুদুর প্রবাস থেকেও ফেসবুকে তার নিয়মিত আপডেটের কল্যানেই অনেক অজানা জানা হয়েছে লাখো মানুষের। ফজলুল বারীর লিখায় প্রকাশ পেয়েছে এমন অসুস্থ্য স্বামীর পাশেও কিভাবে একজন গ্রাম্য সাধারন নারী তার সবটুকুন বিসর্জন দিয়েছেন বছরের পর বছর। বৃক্ষ মানব আবুল ও তার স্ত্রীকে নিয়ে অনেক কৌতুহলী মানুষ। বিভিন্ন সময়ে এই অসাধারন নারী ও আবুলের মুখ থেকে জানা যায় তাদের অনন্য ভালোবাসার গল্প! ওদের দুজনের ভালোবাসা, বিশেষত আবুলের স্ত্রীর যে বিসর্জন ও ত্যাগ তা লাখো কোটি বাঙ্গালী গৃহবধুর অনুপ্রেরনা হতে পারে।



এই একজন নারী। বিরল রোগে আক্রান্ত আবুলের স্ত্রী। তার ত্যাগের গল্প যতই জানবেন ততই অবাক হবেন আপনি । সবাই আবুলকে দেখলে ভয় পেত,অনেকেই নাক সিটকাতো। অথচ, এমন রোগাক্রান্ত একজনকেই তিনি বিয়ে করে তার সুখ-দূঃখের সাথী হয়ে আছেন। আবুলের খাওয়া-দাওয়া থেকে দৈনন্দিন সবকিছু তার ওপর নির্ভরশীল।

পরিবারের অমতে ভালবেসে বিয়ে করেছিলো হালিমা ও আবুল। দুই হাত এবং দুই পায়ে গাছের শিকড়ের মতো জট গজানোয় ‘বৃক্ষমানব’ নামেই আবুলকে চিনতো সবাই । বিয়ের আগে অনেক বাধা ছিলো হালিমার সামনে, সবাই বলতো এরকম ভয়ানক অসুখের একটা মানুষকে বিয়ে করলে জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু কারো কথাই শোনেনি হালিমা । তার ভাষায়, কি একটা মায়া পরে গিয়েছিলো মানুষটার প্রতি তার।

আবুলের সেবা শুশ্রূষার ফাঁকে ফাঁকে সাংবাদিকদের জানিয়েছেন, তাকেই বিয়ে করেছি। আমি তাকে ভালবাসি। মা-বাবা হয়তো আরেক জায়গায় বিয়ে দিতো। কপাল মন্দ হলে সেখান থেকেও তো ফেরত আসতে হতো। আর তার এই অসুখ যদি বিয়ের পরে হতো, তাহলে কী তাকে ফালায়ে যেতে পারতাম আমি। মানুষটাতো অনেক ভালো,প্রথমে তাকে দেখে মায়া লাগছে,পরে ধীরে ধীরে ভালবেসেছি। মানুষের বাড়িতে পানি দেই,কাঁথা সেলাই করে উপার্জন করি যতোটুকু পারি। আধপেট খাই, কতোদিন না খাইয়া থাকছি,কিন্তু ছাইড়্যা যাই নাই।



বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে হালিমা বলেন, উনি দু’হাতে কিছু করতে পারেন না, তার জন্য এমন একজন লোক দরকার যে তার ব্যক্তিগত কাজগুলো করে দিতে পারে, এই ভাবনা থেকেই তার সঙ্গী হয়েছি। তার বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে তাকে দেখি, তখন এক-আধটু কথা হতো, পরে তার বাড়িতে চলে এসেছি। বিয়েতে আমার মা রাজি ছিলেন না। তাই মায়ের অমতে পালিয়ে এসে তাকে বিয়ে করেছি। বিয়ের পরেও মা আমাদের মেনে নেননি। ২০১৩ সালে মেয়ের জন্মের পরে মার সঙ্গে যোগাযোগ হয়। এখন মা বেড়াতে আসেন, আমিও যাই।

নিজের জীবনের কথা বলতে গিয়ে হালিমা জানান, ভালো ছাত্রী ছিলাম, চুনকুড়ি গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এ-মাইনাস পেয়ে চালনা মহিলা কলেজে ভর্তিও হয়েছিলাম। তিনমাস ক্লাস করেছি, তারপরই আবুলের পরিবারে চলে আসি। হালিমা বলেন, লেখাপড়ায় অনেক আগ্রহ ছিল আমার। কিন্তু গরীব ঘরে জন্ম। এজন্য আমার স্যারেরা অনেক সাহায্য করেছেন। লালউদ্দিন স্যার,তাপসী ম্যাডাম, ঠাকুর দাস স্যার আমাকে কেরোসিন তেল কিনে দিয়েছেন, বৃষ্টির দিনে ভিজে ভিজে স্কুলে যেতাম বলে স্যাররা ছাতা কিনে দিয়েছেন,পোশাক দিয়েছেন,বীজ গণিত কম বুঝতাম,ক্লাস টেনের টেস্টের পর সমীরণ স্যার নিজে তিনমাস বিনা পয়সায় অংক করাইছেন-বলতে বলতে কেঁদে ফেলেন হালিমা। বলেন,বই-খাতা কেনার সামর্থ্য ছিল না,স্কুলের পরীক্ষার খাতার যেসব সাদা পাতা থেকে যেত স্যাররা সেগুলো আমাকে দিতেন,আমি সেগুলো সেলাই করে খাতা বানিয়ে লিখতাম।

আবুল মানুষ হিসেবে কেমন জানতে চাইলে মাথার ঘোমটা আরেকটু টেনে দিয়ে লজ্জাবনত মুখে হালিমা জানান, খুবই ভালো মানুষ। আর কথা কাটাকাটি, রাগারাগি তো সব সংসারেই হয়ে থাকে, দু’টো মানুষ একসঙ্গে থাকলে মতের অমিল হবেই, আর মানুষটা হাতে পায়ে পাথরসমান বোঝা নিয়ে ১০ বছর ধরে অসুস্থ, প্রচণ্ড ব্যথায় কাঁদতো,তখন ভালো কথাও সহজভাবে নিতো না,এতে আমি তার দোষ দেইনা।এমন কষ্ট যার হয় সে-ই কেবল বোঝে, তার কেমন লাগে। কখনও চিন্তা করিনি যে, তার হাত আবার সে স্বাভাবিক অবস্থায় ফিরে পাবে। তবে এজন্য চেষ্টা করেছি অনেক।

আবুল বাজানদারের হাত পায়ে শিকড়ের মতো গজানো এই বিরল রোগে মানুষ যতোটা না বিস্ময় প্রকাশ করেছে, তার চেয়েও বেশি অবাক হয়েছে আবুল বিবাহিত, এ কথা শুনে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেরই একজন চিকিৎসক নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, মানুষ হিসেবে আমরা খুবই বিচিত্র আবুল বাজানদারকে এ অবস্থায় কেউ বিয়ে করতে পারে এটা এখনও অনেকের কাছেই বিস্ময়। অথচ ২০১১ সালে আবুল বাজানদারকে ভালবেসে নিজের ঘর ছাড়েন হালিমা। গত ১০ বছর ধরে আবুল এই রোগে আক্রান্ত।

বিরল রোগ ‘ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত হয়ে আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন গত ৩০ জানুয়ারি। গত ২০ ফেব্রুয়ারি তার ডান হাতের অস্ত্রোপচার হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিষয়: বিবিধ

১৩৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360278
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
বাকপ্রবাস লিখেছেন : বিয়েটাকেই বিস্ময় মনে হলো
360279
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : সবটাই উপর ওয়ালার সাজানো৷ তার উপর ভরসাকারীদের সামনের পথ তিনিই বার করে দেন৷ ঐ মহিলা নিশ্চয়ই তার পরীক্ষায় পাশ করবে৷ আল্লাহ এ থেকে আমাদের শিক্ষা নেবার তৌফিক দিন৷ ধন্যাবাদ বিষয়টি গোচরে আনার জন্য৷
360284
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৬
দ্য স্লেভ লিখেছেন : ভালো লাগল
360300
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩১
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
360321
২৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৯
মোস্তফা সোহলে লিখেছেন : আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দার করুন
360401
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৪৯
জীবরাইলের ডানা লিখেছেন : প্রিয় পাঠক সকলকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File