হস্তমৈথুন : এক ভয়াবহ যুব সমস্যা

লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০৯:৪৩ সকাল



ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন (Masturbation) হস্তমৈথুন (Masturbation) বা স্বমেহন বর্তমানে একটি বড় সমস্যা। ইসলামের দৃষ্টিতে এটা হারাম এবং কবীরা গুনাহ।শরীয়ত অনুযায়ী যারা হস্তমৈথুন করে তারা সীমালঙ্ঘনকারী। হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয় (১)মানসিক সমস্যা। (২)শারীরিক সমস্যা। পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে সব সমস্যায় ভুগতে পারে তারমধ্যে একটি হল নপুংসকতা (Impotence) অর্থাৎ ব্যক্তি যৌন সংগম স্থাপন করতে অক্ষম হয়ে যায়। আরেকটি সমস্যা হল অকাল বীর্যপাত (Premat ure Ejaculation)। অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে। ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়। বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। আরো একটি সমস্যা হল, বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়। তখন বীর্যে শুক্রাণুর সংখ্যাহয় ২০ মিলিয়নের কম। [২ কোটি]। যার ফলে সন্তান জন্মদানে ব্যর্থতার দেখা দেয়। একজন পুরুষ যখন স্ত্রী গমন করেন তখন তার থেকে যে বীর্য বের হয় সে বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ৪২ কোটির মত। স্বাস্থ্যবিজ্ঞান মতে কোন পুরুষের থেকে যদি ২০ কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোন সন্তান হয় না। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়। আর শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয়। পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ-বালাইয়ের যাদুঘর হয়ে যায়।

- চোখের ক্ষতি হয়।

- স্মরণ শক্তি কমে যায়।

- মাথা ব্যথা হয়



- লিঙ্গে অস্বাভাবিক পরিবর্তন সৃষ্টি হয় । ইত্যাদি আরো অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে।

আরেকটি সমস্যা হল। অর্থাৎ সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়। ফলে অনেক মুসলিমভাই সালাত পড়তে পারেন না। মহান আল্লাহ তা‘আলার স্মরণ থেকে মুসলিমদের দূরে রাখে হস্তমৈথুন। আর কোন নারী যখন স্বমেহন বা হস্তমৈথুন করে তখন তার কুমারীত্ব (Virgi nity) হারানোর সম্ভাবনা বেড়ে যায়। অনেকে স্বমেহন করতে গিয়ে কুমারীত্ব হারিয়ে ফেলে। ফলে তার বিয়ে করতে সমস্যা হয়। বিয়ের পর স্বামী তার এ অবস্থা দেখে তাকে সন্দেহ করে তালাক দেয়। তাই হস্তমৈথুন নারীদের অনেক বড় সমস্যার সৃষ্টি করে। আরো অনেক সমস্যা থাকতে পারে।

ইউরোপীয় দেশেগুলো বয়সন্ধিকালীন ছেলে-মেয়েদর হস্তমৈথুন করার জন্য উৎসাহ প্রদান করে থাকে। হস্তমৈথুন একটি ভাল অভ্যাস বলে তারা প্রচার করছে। কারণ? কারণ হল ব্যবসা। হস্তমৈথুনের সাথে পর্ণোগ্রাফির খুব ঘনিষ্ঠ সম্পর্ক। জুতার সাথে মোজার,চায়ের সাথে বিস্কুটের, কাগজে র সাথে কলমের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক হস্তমৈথুনের সাথে পর্ণোগ্রাফিরও সে রকমই সম্পর্ক। পর্ণোগ্রাফির ব্যবসা হল কোটি কোটি টাকার ব্যবসা। পশ্চিমারা যদি হস্তমৈথুনের অপকারিতা মানুষের কাছে তুলে ধরে তাহলে তাদের কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি হবে। কারণ তখন হস্তমৈথুনের হার কমে যাবে। ফলে পর্ণো সিডি, ম্যাগাজিন-এর বিক্রি ব্যাপকভাবে কমবে। এজন্য তারা হস্তমৈথুনের কোন অপকারিতা নেই বলে অপপ্রচার চালাচ্ছে। তারা সমকামিতা বৈধ করেছে। সমকামিতার মত হস্তমৈথুনের অপকারিতাকেও তারা এড়িয়ে চলছে।

অন্য ধর্ম এ সম্পর্কে কি বলে? হিব্রু এবং খ্রীষ্টান বাইবেল হস্তমৈথুনের ব্যাপারে চুপ। হিন্দু ধর্মে হস্তমৈথুন নিষিদ্ধ নয়। বরং কামসূত্র বইয়ে হস্তমৈথুনের বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। যাই হোক, আমার মুসলিম ভাই- বোনেরা হস্তমৈথুন নামের এই যৌন বিকৃতি থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ তাআলাকে ভয়ে এ কাজ থেকে দূরে থাকতে হবে । আপনার বন্ধু -বান্ধবীদের এই ব্যাপারে সচেতন করুন। এই ব্যাপারে আলোচনা করুন। এই সামাজিক সমস্যা দূর করুন।

সবশেষে একটি হাদীসের উদ্ধৃতি পেশ করছি। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন– ¶যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস (জিহ্বার) এবং দুই পায়ের জিনিস (যৌনাঙ্গের) নিশ্চয়তা (সঠিক ব্যবহারের) দেবে আমি তার বেহেশতের নিশ্চয়তা দিব।¶ (বুখারী) হস্তমৈথুনের ব্যাপারে সাধারণ ব্যাকরণ হলো যে, তা হারাম । তবে শায়খ সালেহ আল মুনাজ্জিদ এর মতে কেউ যদি জিনায় লিপ্ত হওয়ার উপক্রম হয়ে যায় এবং নিজেকে বাঁচানো সাধ্যের বাইরে চলে যায় তাহলে সে সাময়িক ভাবে হস্তমৈথুন করতে পারে। যেহেতু এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাই রোযার মাধ্যমে যৌনতাকে দমন করতে হবে।

রাসূল (সা.) বলেছেন হে যুবকেরা! তোমাদের মধ্যে যে বিবাহ করার সামর্থ রাখে সে যেন বিবাহ করে। কারণ,এর দ্বারা চোখ নিচে থাকবে এবং লজ্জাস্থানের হিফাজত হবে। আর যে বিবাহ করার সামর্থ রাখে না,সে যেন সিয়াম বা রোজা রাখে। কারণ, সিয়াম বা রোজা তার কুপ্রবৃত্তিকে দমন করবে। (বুখারী শরীফঃ হাদীস নং ৫০৬৬) সুতরাং আমাদেরকে প্রবাস জীবনেও এমনতর একটি পাপ কাজ থেকে বেঁচে থাকা এবং নিজের যৌন শক্তিকে হেফাজত করার স্বার্থে রাসূলের বাতানো পথে অর্থাৎ সিয়াম সাধনার পথে এগিয়ে আসা কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফীক দান করুন। আমীন

বিষয়: বিবিধ

৩৪৮২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358777
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:০৯
হতভাগা লিখেছেন : জন-গুরুত্বপূর্ণ পোস্ট । আশা করি মডারেটরগন এই পোস্টকে স্টিকি করাবেন ।
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১১
297617
আহমাদুল্লাহ আল আহনাফ লিখেছেন : সহমত
358785
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:১৭
শরীফুল ইসলাম শরীফ লিখেছেন : অসাধারণ পোস্ট। খুব প্রয়োজনীয়.....
358787
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৩
মো সারোয়ার হোসেন লিখেছেন : ভাল একটা পোষ্ট
358808
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রিয় ভাই, আপনার লিখাটা খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
358824
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৩
আহমাদুল্লাহ আল আহনাফ লিখেছেন : সচেতনতামুলক এই লেখাগুলো শুধু ব্লগে সীমাবদ্ধ না রেখে কিভাবে যুব সমাজের কাছে পৌছানো যায় তার ব্যবস্থা করা উচিৎ। আমরা এই ব্যাপারে চিন্তা করতে পারি।
358835
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৯
ছালসাবিল লিখেছেন : মাঝের ছবি চেঞ্জ করুন Smug Frustrated জলদি Frustrated
358862
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৯
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
358889
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:৫৪
জীবরাইলের ডানা লিখেছেন : প্রিয় পাঠক আপনাদের সহযোগীতা কামনা করছি। বিশেষ করে আমি যেই ছবিগুলো লেখার সাথে এ্যাড করি কিছু সংক্ষক পাঠকে আপত্তি করেন। আসলে এগুলো লেখার সাথে মিল রেখেই এ্যাড করি।সবাইকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File