জিকা ভাইরাস কি? লক্ষন ও প্রতিকার।
লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:১৪:২৬ রাত
মশার হুল বেয়ে এ বার হানা দিচ্ছে নতুন বিপদ জিকা। একেবারেই অচেনা রোগ। রোগের উপসর্গও খুব অস্পষ্ট। ফলে এই রোগে আক্রান্ত হলে বোঝা যাচ্ছে না সহজে। নিঃশব্দে মস্তিষ্ক শেষ করে দিচ্ছে জিকা ভাইরাস। এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, যা আর কিছুতেই স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব নয়।জিকা’ ভাইরাসের নামকরণ হয়েছে উগান্ডার জিকা বনের নামানুসারে। ১৯৪৭ সালে হলুদ জ্বর নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা জিকা বনে একটি বানরকে খাঁচায় পুড়ে রাখেন। পরে বানরটি জ্বরে পড়লে তার দেহে একটি সংক্রামক ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ১৯৫২ সালে এর নাম দেয়া হয় জিকা ভাইরাস। সর্বপ্রথম ১৯৫৪ সালে নাইজেরিয়ায় এক ব্যক্তির দেহে এই ভাইরাস পাওয়া যায়।
লক্ষণ : জিকা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, র্যাশ (চামড়ায় লাল ফুসকুড়ি), গোঁড়ালিতে ব্যথা, চোখ লাল হয়ে যায়। এ ছাড়া মাংসপেশী ও মাথায়ও ব্যথা হতে পারে।
চিকিৎসা : এখনো পর্যন্ত এ রোগের কোনো চিকিৎসা বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাই সাবধানতাই এ রোগ থেকে বাঁচার উপায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ভাইরাসটি আমেরিকায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে, এ বছরের মধ্যে ৩০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। শুধু ব্রাজিলেই দেড় লাখ মানুষের মধ্যে জিকা ভাইরাস ধরা পড়েছে।
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন