ধর্ম ও রাষ্ট্র বিরোধী বইগুলো বন্ধ হোক

লিখেছেন লিখেছেন আরোহি হাছান ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:২০:৫৫ রাত

একজন ক্ষতিকর মানুষ সমাজের যতটা ক্ষতি করতে পারে।

তার চেয়ে এক’শ গুন বেশী ক্ষতি করতে পারে সেই মানুষটির লেখা একটি বই।

হুমায়ূন আহমেদ....

বাংলা একডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান প্রকাশকদের উদ্দেশ্য করে বলেছেন- কোন ধরনের উস্কানিমূলক ও ধর্মীয় বিদ্বেষসূচক বই প্রকাশ করবে না।

রাষ্ট্র ও ধর্মকে কটাক্ষ করা হয় এমন কোন বই বইমেলায় ছাপানো যাবে না।

বইমেলার নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদে বলা হচ্ছে- অশ্লীল ও রুচিগর্হিত বই প্রকাশ করলে স্টল বরাদ্দ বাতিল করা হবে।

সেই সঙ্গে আর কোনো সময় সেই স্টলকে বরাদ্দ দেওয়া হবে না।

এদিকে দুঃখের বিষয় এই যে-

বাংলা একাডেমির মহাপরিচালকের এত সুন্দর উদ্যোগে হিংসে শুরু হয়ে গেছে কিছু নাস্তিক গোষ্ঠীর।

তারা বাংলামেইল পত্রিকায় নিউজ করেছে “‘উসকানিমূলক বই’ বক্তব্যে ফেসবুকে নিন্দার ঝড়।

ঠিক আছে তবে দেখা যাক, কারা কারা আছে বইমেলায় ইসলাম সহ সব ধর্ম বিদ্বেষী বই বন্ধ করার পক্ষে।

আমি আপনাদেরকে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খানের ফেসবুক আইডি দিলাম (আইডি লিঙ্ক- https://goo.gl/rGYfof )।

আপনারা সবাই মেসেজ করুন।

তার বক্তব্যের জন্য তাকে শুভেচ্ছা জানান এবং বলেন- ‘বইমেলায় ইসলাম বিদ্বেষী সহ সকল ধর্ম বিদ্বেষী বই প্রকাশ না হোক’ এটার পক্ষে আপনিও আছেন।

আমার ধর্ম যেমন আমার কাছে বিশ্বাসযোগ্য, তেমই আমার অপাশের ব্যক্তির ধর্মও তার কাছে বিশ্বাসযোগ্য।

কারও ধর্মকে হেয় করা হোক তা আমরা চাইনা।

অর্থাৎ তাকে বুঝিয়ে দিন শামসুজ্জামান খানের বিরুদ্ধে ফেসবুকে ঝড় উঠেনি, বরং তার বক্তব্যের পক্ষেই ঝড় উঠেছে।

নয়ন দাদা কাটছিট করেছি

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358218
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধর্ম রাষ্ট্র বিরোধি বই নিষিদ্ধ করার অযুহাতে সরকার সব ধরনের বই এর বিরুদ্ধেই কিছু করতে পারে। আসলে ধর্ম বিরোধিতার সংজ্ঞাও বিভিন্ন রকম হতে পারে। যদি এই অভিযোগে বার্টান্ড রাসেল এর বই নিষিদ্ধ করা হয় তবে সেটা হবে ভুল। কিন্তু যারা ধর্মকে বিকৃত সমালোচনা করেন তাদের বই অবশ্যই নিষিদ্ধ হতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File