ফরমালিন এর ব্যবহার ও ক্ষতিকর দিকসমূহ
লিখেছেন লিখেছেন আহমাদুল্লাহ আল আহনাফ ১৫ জানুয়ারি, ২০১৬, ০৮:৪৭:২৬ রাত
এখন ফরমালিন শুধু ব্যক্তি নয় দেশ ও জাতির জন্য হুমকির নাম। ফরমালিন সম্পর্কে সম্যক ধারনা রাখা প্রতেক সচেতন মানুষের জন্য অতীব জরুরী। কারণ বর্তমানে ফরমালিন এর অপব্যবহার হয় না এমন কোন খাদ্য- দ্রব্য, ফলমুল, তরিতরকারি পাওয়া খুবই দূরহ ব্যাপার। তাই সকলের উচিত ফরমালিনের ব্যবহার ও তার অপব্যবহারের ক্ষতিকর দিকসমূহ জেনা।।
ফরমালিন কি? ৪০% ফরমাইলডিহাইড এবং ৮% মিথানল এর জলীয় দ্রবলকে ফরমালিন বলে।
ফরমালিনের ব্যবহার:
• কাঠ ও নির্মাণ শিল্পে এর ব্যবহার করা হয়
• মৃত প্রাণী বা মর্গে লাশ সংরক্ষণে
• থার্মোপ্লাস্টিক রেজিন তৈরীতে
• পোষাক শিল্পসহ অন্যান্য শিল্পে রাসায়নিক দ্রব্য হিসাবে
• বিভিন্ন বাণিজ্যিক ও রাসায়নিক দ্রব্য তৈরীতে
ফরমালিনের অপব্যবহার: কিছু কুচক্রি মহল বা অসাধু ব্যবসায়ী সম্প্রতি ফরমালিন নামক রাসায়নিক দ্রব্যটি মাছ, দুধ, ফলমূল, তরকারি, শাক-সবজি ইত্যাদি পচনশীল খাবারের স্থায়িত্বকাল বৃদ্ধি করার জন্য ব্যবহার করে থাকে।
ফরমালিনের ক্ষ্যতিকারক দিকসমূহ: ক্ষতিকারক ফরমালিন মানুষ খাদ্যের সাথে গ্রহণ করছে। মানবদেহের অপূরনীয় ক্ষতি সাধন করছে এই ফরমালিন। যা এক পর্যায়ে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
নিয়মিত ফরমালিন গ্রহণের ফলে যা ঘটে:
• মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়
• ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, এলার্জি, এ্যাজমাসহ নানাবিধ জটিল রোগব্যধি তৈরী করে
• সহজে নিরাময় যোগ্য নয় বলে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়
• স্নায়ুতন্ত্রের কার্যকারিতা কমে যায়
ফরমালিন ব্যবহারকারীর শারীরিক ক্ষতি: ফরমালিন গ্রহণকারী কেবলমাত্র আক্রান্ত হয় তা নয়। এর দ্বারা আক্রান্ত হয় খোদ ফরমালিন ব্যবহারকারী নিজেরাও। ফরমালিন ব্যবহারকারীরা নিম্নলিখিত শারীরিক ক্ষতির সম্মুখিন হন-
• নিয়মিত ফরমালিন ব্যবহারে চোখের মারাত্বক ক্ষতি হয়
• শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফরমালিন ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগ তৈরী হয়
• এলার্জি, বমিবমি ভাব, এ্যাজমাসহ আরও বিভিন্ন ক্ষতিকর উপসর্গ সৃষ্টি হয়।
আমরা জীবন রক্ষার্থে খাদ্য গ্রহণ করি। কিন্তু সেই খাদ্য যে আমাদের রক্ষা করার পরিবর্তে আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে দিচ্ছে তা কিএকবারো ভেবে দেখেছি। নিরাপদ জীবন যাপনের জন্য আমাদের উচিত নিজে সচেতন হওয়া এবং অন্যদের মাঝেও সচেতনতা সৃষ্টি করা। তা নাহলে পুরো জাতিকে এর মোকাবেলা করতে হবে
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন