ভালোবাসার প্রকারভেদ

লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ০৮ মে, ২০১৬, ১২:০৩:৫৬ রাত

আসসালামু আলাইকুম, Good Luck

.

.

- কি রে প্রোপিকে I ♥MUM. লাগালি না যে !!!!

- ওটা লাগালে কি হয়????

- মায়ের প্রতি ভালোবাসা দেখানো হয়।

- যাদের মা বেচে নাই

কিংবা পৃথিবী তে থেকে ও একে অপরের

আপন নয় কিংবা কেউ কারো দেখা পায় না

তারা কাকে দেখাবে এই ভালোবাসা??

- এত প্যাঁচাইয়া কথা কওয়ার কিছু নাই,

"মা " দিবসে সবাই লাগাই, এটা ই সিস্টেম।

- আচ্ছা তোর কি মনে হয় না, এই সিস্টেম

পালন করতে গিয়ে, যাদের মা বেচে নেই বা

বেচে থেকে ও অনেক দূরে কিংবা

যে মা তার সন্তান কে, যে সন্তান তার মাকে

এই দিবসে শুভেচ্ছা টুকু জানাবার অধিকার

রাখে না, তাদের ভিতরের ফুফানো আগুন টাকে

উসকে দেয়া হচ্ছে??

- জানি না, এত্ত জ্ঞান নাই আমার। Frustrated

- যারা ব্রোকেন ফ্যামিলির সন্তান বা যারা

জন্মের পর বা বুঝ হবার পর মাকে কখনো

দেখে ই নি, যাদের ভিতরে " মা " শদ্ব টার প্রতি

রয়েছে এক প্রকার হাহাকার, তাদের কাছে এই দিবস টা

কতটা সুখের হবে??

- তা তুই কি বলতে চাচ্ছিস??

- আমার মনে হয়, এভাবে লোক দেখানো

দিবস পালন না করে, যাদের মা কাছে আছে

তারা মাকে গিয়ে জড়িয়ে ধরে, কপালে চুমু

দিয়ে বোলোক, " ভালোবাসি "।

এতে তার মা ও খুব খুসি হবে

আর যারা মা হারা, তাদের কষ্ট টা ও জেগে উঠবে না।

- আরে চু....নির পুত,

নিজের মাকে তো জন্মের সময় খেয়েছিস

তাই অন্য কারো সুখ তোর সহ্য হয় না।

জিবনটা নাটক, সিনামা না যে,

মায়ের কপালে চুম্মা খাইতে অইবো...

( রাগে গজ গজ করতে করতে প্রস্থান) At Wits' End

.

.

.

.

.

.

.

.

আসুন

সবাই ঘটা করে " মা দিবস" পালন করি,

আর সুযোগ পেলে ই,

একে অপরের মাকে তুলে গালি দেই। phbbbbt

.

.

.

.

.

.

.

.

.

বি: দ্র: যারা প্রোপিক সাজিয়েছেন, আমি তাদের বিরুধীতা করছি না।

শুধু বলবো, নিজের মাকে ভালোবাসার পাশাপাশি

অন্যের মাকে ও সম্মান দিতে শিখুন।

তকদীরের উপর কারো কোন হাত নেই,

এর জন্য কাউকে দোষারোপ করা অবশ্যই ঠিক নয়। Good Luck

( অস্লিল বাক্যের জন্য দু:খিত) Broken Heart

বিষয়: বিবিধ

১৯৩৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368353
০৮ মে ২০১৬ রাত ১২:৫০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কোনো দিবসের মধ্যে আবদ্ধ থাকতে পারেনা। আমার মাকে আমি প্রতিমুহূর্তে ভালোবাসি।
১৪ মে ২০১৬ দুপুর ০৩:৪৯
306282
বিবর্ন সন্ধা লিখেছেন : আমি কোন দিবসের বিপক্ষে না,
কিন্তু কথা হলো,
দিবসটি তারা ই পালন করবে, যারা সারাবছর
মা বাবাকে দেখা শুনা করে, ভালো ব্যাবহার করে,Love Struck


সারা বছর নামাজ না পড়ে, লাইলাতুল কদর খুজে যেমন কোন লাভ নাই,:Thinking
বাংলা, ইংরেজি, অংকে ডাব্বা মেরে,
গার্হস্থ্য বিজ্ঞানে ১০০% নাম্বার পেলে ও তেমনি কোন ফায়দা নাই।Crying

দিবস পালনের ব্যাপারে ও বিষয়টা তেমন ই। Good Luck
368385
০৮ মে ২০১৬ দুপুর ১২:৪০
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। ধন্যবাদ
১৪ মে ২০১৬ দুপুর ০৩:৫২
306283
বিবর্ন সন্ধা লিখেছেন : জাঝাক আল্লাহ খাইরান। Good Luck


শুনলাম অসুস্থ আপনি,
মহান আল্লাহ
আপনাকে সহ
সকল অসুস্থদের কে
এর বদলা দিন ও সুস্থ করে দিন,Good Luck
আমিন
368406
০৮ মে ২০১৬ বিকাল ০৫:২২
আফরা লিখেছেন : কিছু বুঝলাম না--------!!
০৯ মে ২০১৬ সকাল ১০:৩১
305824
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ংলাদেশের ইয়াং ছেলে/মেয়েদের মাঝে একটা ফেসবুক কেন্দ্রীক কালচার চালু হয়েছে। তারা নানান দিবসে নানান রকম প্রোফাইল পিকচার দেয়। স্বাধীনতা দিবস, বিজয় দিবসে তারা দেশের পতাকাকে প্রোফাইল পিকচার বানাবে, ভালবাসা দিবসে আলদা। গত দিন বিশ্ব মা দিবস ছিল তাই মাকে নিয়ে সেলফি ,ফেসবুকের ওয়ালে প্রোফাইল পিকচার আর স্টাটাসে ফেসবুক গরম ছিল । অথচ মাকে ভালবাসা দেখানোর জন্য় ফেসবুকের দরকার নেই। এটা জাস্ট হুজুগ আর লাইক, কমেন্ট পাবার আশায় করা। এর সাথে মায়ের ভালবাসার সম্পর্ক ক্ষীন। উনি এটাই বুঝিয়েছেন। আর জানেন কিনা জানিনা বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের কাছে গালাগালি একটা ফ্যাশন। মেয়েরাও ইদানিং এটার ব্যপক চর্চা করছে যে বেশি গালি দিতে জানে, তাকে তত স্মার্ট ভাবা হয়।
১৪ মে ২০১৬ বিকাল ০৪:০৪
306284
বিবর্ন সন্ধা লিখেছেন : ফেইস বুক বাড়িতে তো
যাতায়ত নাইরে আপু, তাই বুঝে আসে নি, ,Good Luck


সেদিন দেখলাম, এক ছেলে
সানি লিউন এর ছবি আপলোড করে ক্যাপশন লিখেছে, আমার সৎ মায়ের জন্য, মা দিবসের শুভেচ্ছা "

সে আবার বি: দ্র: লিখেছে,
হেটাররা হয়তো বলবে, আমি আমার মাকে অপমান করলাম,
কিন্তু আমি যে আমার বাবার ইচ্চাটা কে হাইলাইটস করলাম, সেটা কেউ বুঝিবে না "

এই বার বুঝো, উজবুক থুক্কু
ফেইস বুকে কত কি ঘটে। Broken Heart
১৪ মে ২০১৬ বিকাল ০৪:২৬
306287
বিবর্ন সন্ধা লিখেছেন : @ ঘুম আপ্পি
আমি তো মাঝে মাঝে সন্দেহের মাঝে পড়ে যাই,
ওরা কি আসলে ই মেয়ে নাকি! !:Thinking
কিন্তু এবাউট ,টাইম লাইন ঘেটে দেখি ছবি টবি দেয়া একদম রিয়েল আইডি। Surprised

মহান আল্লাহ
তাদের হেদায়েত করুন আমিন।Good Luck
368465
০৯ মে ২০১৬ রাত ০২:১৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি।

মহান রব আপনাকে উত্তম প্রতিদান দিন। সুন্দর লিখাটির জন্য।
১৪ মে ২০১৬ বিকাল ০৪:০৭
306285
বিবর্ন সন্ধা লিখেছেন : وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه Good Luck

জাঝাক আল্লাহ খাইরান Love Struck
368475
০৯ মে ২০১৬ সকাল ১০:৩৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কিয়ামতের অন্যতম নিদর্শন হল, মানুষ বাবা মাকে নোংরা গালাগালি দিবে। একজন সাহাবী অবাক হয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! কোন মানুষ কি নিজের বাবা মাকে গালি দিতে পারে? রাসূল (স) জবাব দিলেন, তুমি যখন অন্যের বাবা মাকে গালি দিবে, অনুরূপ সেও তোমার বাবা মাকে গালি দিবে, এভাবেই মানুষ নিজের বাবা মাকে গালি দেয়।
১৪ মে ২০১৬ বিকাল ০৪:১৩
306286
বিবর্ন সন্ধা লিখেছেন : সাহাবী দের যামানায় বিষয় টা অকল্পনীয় হলে ও
এখন যেন তা পানি ভাত।।Crying

আমাদের পাশের বাসায় একটি ছেলে নেশা টেশা করে, মাঝে মধ্যে টাকা না পেলে, সে তার মাকে এমন অকথ্য ভাষায় গালাগালি করে
এমনকি গায়ে ও হাত তুলে।
খুব খারাপ লাগে দেখেতে। Broken Heart

মহান আল্লাহ
আমাদের সবাইকে
সকল মন্দ থেকে হেফাজত করুক
আমিন Good Luck
369219
১৬ মে ২০১৬ সকাল ১০:৪৬
সায়িদ মাহমুদ লিখেছেন : বাহ্ খুব ভাল পড়েছি। মজা লেগেছে।
২১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
306819
বিবর্ন সন্ধা লিখেছেন : জাঝাক আল্লাহ খাইরান Good Luck

ব্লগের যে কি হলো,
নোটিফিকেশন দেখাতে কেন যে এত্ত
কিপটেমি করে Crying
369941
২৪ মে ২০১৬ সকাল ০৯:০৬
সায়িদ মাহমুদ লিখেছেন : যেমন; আগেতো কিছু বুঝাই বলবেন, নাকি?
370850
০২ জুন ২০১৬ রাত ১১:৩০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া বিবর্ণ সন্ধ্যা আপি।
আসছে ২০শে জুন সেহরীর ফজিলত বিষয়ক লিখাটি পোষ্ট করার বিনীত অনুরোধ রইলো আপু।
০৩ জুন ২০১৬ রাত ১০:৪৮
307775
বিবর্ন সন্ধা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম Love Struck

৮জুন ছিলো না, বিষয়টা???
প্লেন কি চেইঞ্জ হয়েছে??


ইসস,, আপুনি
এমনিতে ই আমি, আগা - মাথা কিছু একটা লিখতাম হয়তো, কেন যে এত জ্ঞানী লোকদের ভিতরে আমাকে ফেললেন, আমি এখন সব গুলিয়ে ফেলতেছি Crying Crying
এমনি তে ই আমি,
গোনায় ধরার মত কেউ না, তারপর ও এই আয়োজন এ নিজের নাম দেখে খুব ছোট ছোট লাগছে। Praying
370851
০২ জুন ২০১৬ রাত ১১:৩০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া বিবর্ণ সন্ধ্যা আপি।
আসছে ২০শে জুন সেহরীর ফজিলত বিষয়ক লিখাটি পোষ্ট করার বিনীত অনুরোধ রইলো আপু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File