॥রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল ॥। ॥রাষ্ট্রধর্ম ইসলাম যখন অপসারিত হচ্ছিল ,, বাংলাদেশিরা তখন ক্রিকেট খেলা দেখছিল ॥ ॥
লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ১৩ মার্চ, ২০১৬, ০৭:০৮:২০ সন্ধ্যা
আসসআলামু আলাইকুম
খেলা নিয়ে আলাপ হচছিল দুই বন্ধুর মাঝে
এক পর্যায়ে তা মতবিরুধ এ রুপ নিল :-
: তুই অনেক স্বার্থপর
: আমি স্বার্থপর হলে তুই একটা বেইমান
: আর তুই একটা এরসাদ ( এরসাদ একপ্রকার গালি)
গালি শুনে বন্ধুর হাসি পেয়ে গেল ,
- আচছা বলতো লুইচ্চা কাকে বলে?
-যে অবৈধ সম্পর্ক(ব্যভিচার) করে বেড়ায়।
-এদেশে সবচেয়ে বড় লুইচ্চা কে?
-এরশাদ মামু?
-হয় নাই।
-নং ওয়ান শাকিব খান?
-হয় নাই।
-তয়লে কেডা?
-ডঃইউনুস খান।
-ক্যামনে?উনি ভদ্দর লোক।নোপেল পাইছেন।
-আইচ্ছা ক,সুদের পাপ কেমন?
-অনেক যিনার সমান।
-দ্যাশে বড় সুদখোর ক্যাডা?
-ডঃইউনুস খান।
-তয়লে বড় লুইচ্ছা কিডা?
-ডঃইউনুস খান।
-হিসাব মিলছে?
-হ,মিলছে।বড় লুইচ্ছা ইউনুস মিয়ায়... [এগুলো দুই বন্ধুর । আলাপ আমি নির্দুষ ]
.
.
(সহীহ হাদীশের ভাষ্যনুযায়ী ১টাকা সুদ খেলে ৪০বার ব্যভিচার করার সমান পাপ আমলনামায় লেখা হয়)
আলোচনা বর্তমানে মোড় নিল :-
: রাষ্ট্রের আবার ধর্ম কি?
ধর্ম তো হচ্ছে ব্যাক্তির।
সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে
পারে না।
: আচছা ২১ শে february কি ??
: কি আবার মাত্ ভাষা দিবস ।
: মানে কি ??
: আরে দেশের ভাষা
: রাষ্ট্রের আবার ভাষা কি?
ভাষ তো হচ্ছে ব্যাক্তির।
সুতরাং রাষ্ট্র ভাষা বলতে কি কিছু থাকতে পারে?
: তখন ২য় বন্ধু আর কোন জবাব দিতে
পারে না।
: আসলে ১টা বিশেষ মহল
একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য
এমন প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা
ভাল করেই জানে রাষ্ট্র আর ব্যাক্তি
আলাদা নয়। অনেকগুলো ব্যক্তির সমষ্টি
হচ্ছে রাষ্ট্র। ব্যক্তি হচ্ছে প্রাকৃতিক
সত্ত্বা আর একটা রাষ্ট্র হচ্ছে কৃত্রিম
সত্ত্বা।
একজন ব্যক্তি যা যা করে একটা
রাষ্ট্র ঠিক তা তা করে।
যেমন-
* এক জন ব্যাক্তির যেমন নাম থাকে,
তেমনি একটা রাষ্ট্রেরও নাম থাকে।
* এক জন ব্যাক্তির যেমন ভাষা থাকে,
তেমনি একটা রাষ্ট্রেরও ভাষা
থাকে।
* এক জন ব্যাক্তির যেমন অভিভাবক
থাকে, তেমনি একটা রাষ্ট্রেররও
অভিভাবক থাকে।
* এক জন ব্যাক্তির যেমন নিজের নামে
লেনদেন ও মামলা মোকাদ্দমা করতে
পারে, তেমনি একটা রাষ্ট্রও নিজের
নামে লেনদেন ও মামলা মোকাদ্দমা
করতে পারে।
* একজন ব্যাক্তির যেমন অপরাধের
শাস্তি হতে পারে তেমনি একটা
রাষ্ট্রেরও তার অপরাধের শাস্তি হতে
পারে।
তাহলে, একজন ব্যাক্তির ধর্ম থাকতে
পারলে একটা রাষ্ট্রের ধর্ম থাকতে
পারবে না কেন???
আমরা জানি, সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির
ইচ্ছা ও মতামতের ভিত্তিতে একটা
রাষ্ট্রগঠিত ও পরিচালিত হয়। যেমন
এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলায়
কথা বলে বলেই আমাদের রাষ্ট্রভাষা
বাংলা।
তাহলে, এদেশের
সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হওয়ার পরও
রাষ্ট্রধর্ম কেন ইসলাম থাকবে না???
বিষয়: বিবিধ
১৫৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ছোট আব্বা কেমন আছেন ?
ধন্যবাদ ছোট বাবুর মামনিকে ।
আমরা হলাম গরু খাওয়া মুসলিম
এখন সেটা ও খাওয়া আর হপে কি না ?? b
আর দিলে? আমি এক টাকা নয়, এয়ার্টেলে প্রতিবার ১০ টাকা ধার করার পর ২ টাকা ৩৭ পয়সা সুদ দিতে বাধ্য হই তাহলে আমি এয়ার্টেলকে ৮+ করে জেনা করাচ্ছি?
এটাতো ব্যক্তির ঘাড়েই এসে পড়ে!
রাষ্ট্রধর্ম ইসলাম হতে পারেনা। এখানে সংখ্যালঘুদের দ্বারা দেশ চলছে, সুতরাং তাদের মতামতই সংখ্যাগরিষ্ঠের মতামত।
কেন ??
বাংলালিংক এ ২০ টাকা আনলে ও তো কোন টাকা কাটে না
ঠিক আছে না থাকুক
আমাদের ও গরু খাওয়া বাদ হোক
গরু খেতে খেতে আমরা ও গরুর মত হয়ে যাচছি
আন্নে হাছাই কইছেন, বাংলিংক সুদ নেয় না, গ্রামের ফোনও নেয়না। যদিও গ্রামের মানুষ ইউনুস নেয়।
কাগজে লেখা থেকে ই কুরবানিতে বাধা , হিজাব পড়ায় বাধা , তারাবির নামাজে বাধা , আরো কত কি ...
আর কাগজে লিখা না থাকলে যে কি হবে আললাহ ই ভালো জানেন ।
এই যে এখন কোন অনুষঠান শুরুর আগে কোরাআন তেলাওয়াত করা হয় , মেয়েদের কে স্কুল কলেজে ক্রস বেল পড়তে হয় ,
আপনার কি মনে হয় এগুলো তখন থাকবে ??
মন্তব্য করতে লগইন করুন