ছোট্ট বাবার আদেশ
লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ১২ মার্চ, ২০১৬, ০৭:০৬:০০ সন্ধ্যা
আসসালামু আলাইকুম
সকাল ৭টা বেজে এদিক সেদিক ,
এসরাকের নামাজ পড়ছিলাম ,
তখনি ভাই এর ফোন এলো ,
সালাম ফিরয়ে ফোন ধরলাম
"কিরে রেডি হয়েছিস ??
৭:৩০ এ কিন্তুূ সেখানে থাকতে হবে,
৮টায় গাড়ি ছেড়ে যাবে "
: আচছা , তুমি আসো বাসায় ,
বলে ফোন রেখে বাবাটা কে ডেকে তুললাম
কিছু খাইয়ে নিতে হবে ,
ছেলেটা বাইরে খুব একটা খেতে চায় না ।
৫বছর আগে ভাইদের ১২ জন বন্দু মিলে
একটি সমিতি করেছিল ,
তখন থেকে প্রতিবছর একটি নিরধারিত
তারিখে , সমিতির তরফ থেকে কিছু একটা আয়োজন
করা হয় , এই বার ঠিক হলো "সাফারি পার্ক " যাবে।
আমার বরাবর ই ঘোরাফিরায় এলার্জি
কিন্তু এইবার ভাই দেশে থাকায় কোন আপত্তি ই
কাজে এলো না ,তাছাড়া আমার উনি ও খুব চাইছিলেন।
আমি যেন একটু কেমন ,
এমন ও না
ওমোন ও না
লম্বা জার্নি গুলতে , বমি যেন করতে ই হবে
নিজের কাছে খুব ই বিরক্তি লাগে
ভাই বলল , প্রায় ৬০ জনের যে দলটি
ভ্রমনে যাবে , তার মাঝে বমি পার্টির মেম্বার
নেহায়েত কম নয় ।
আমি মিনমিন করে বলেছিলাম ,
মেজু ভাই , আমাদের জন্্য সি এন জি
নিলে হয় না ??
ভাই হেসে বললেন , আরে আমরা তো ভেবেছিলাম
বাস নিব , কিন্তু তোদের কথা ভেবে ই তো ৬টা হাইস নিলাম
কত্ত গুলো টাকা বেশি গেলো ।
মনে মনে ভাবলাম
ভাইকে এই বার বিয়েটা না করালে ই নয়
তাতে যদি আমার ছুটি মিলে । ;
সেই ৭:৪০ এ এসে দাড়িয়ে আছি , এখন ৮টা বেজে ৫০
কারো দেখা নাই ,তারাতারি করতে গিয়ে বাবাটাকে
ঠিকমত খাওয়াতে ও পারলাম না , আর একটু পরে
আসলে তো চাসতের নামাজ টা ই পরে আসতে পারতাম
এই নামাজ মিস এর জন্্য
কোথাও যেতে ইচছা করে না ,
আমাদের দেশে মেয়েরা বাইরে বেরোলে
না নামাজ পড়তে পরে আর না ঠিক মত পানি খেতে পরে
৯টার দিকে এক এক করে সবাই আসতে শুরু করলো
সাজুগুজুর বাহার ই বলে দেয় দেরির কারন
আর আমার ভাই , মুখে যা বলবে তাই হতে হবে
একেবারে টাইম টু টাইম যেন একটা রোবট ।
আমাদের গাড়িতে আমরা বাদে আরো চারজন
তার মাঝে তিনজন মেয়ে আর ছোট একটা ছেলে
তার মাঝে একজন আমার সহপাঠি আবার ভাইয়ের
বন্ধুর বিবি , তাই গল্প জমে উঠেছিল
পলিথিনের জন্্য ড্রাইভারের সিট পকেটে হাত
ঢুকিয়ে দেখি ৯টা সেন্টার ফ্রেস :D/
বাচচারা চিবাতে চাইলে ,সবাই কে ই একটা করে দিলাম
ড্রাইভার কে কথাটা জানাতে গিয়ে শুনি ,
কেউ একজন রেখে গেছে ,
তাই আললাহ কে বললাম , সেই কোন একজন কে
যেন আললাহ এর পুণ্্য টা দিয়ে দেন ।
এর মাঝে কেউ আচার নিয়ে এল ,
কেউ তেতুল আবার কেউ বমি রোধক টেবলেট ,
আর আমি মনে মনে হেসে বলি ,
যত কিছু ই হোক ,কোন লাভ নাই ,
৯:২০
যাত্রা শুরু হলো
গাড়ির দরজা বন্ধ কারার পরপর ই
পেটের ভিতর ঘোরপাক শুরু হল
চুপ মেরে থাকলাম ,
কারো কানে হেড ফোন
কারো হাতে ব ই কেউ পত্রিকায় চোখ বুলাচছে
কেউ বাইরের দিকে তাকিয়ে
আর আমার ওনি তার প্রমিকার দিকে তাকিয়ে আছেন
ইয়ে মানে ফেইস বুক দেখছেন
এমন সময় ড্রাইভার গান প্লে করল
গান শুনলে বরাবর ই আমার মাথা ঝিম ধরে
তবে বন্ধ করার কথা বলতে সাহস পাচছিলাম না
পাছে কি হতে কি হয় ,
চোখ বন্ধ করে ছিলাম
মিনিট খানেক পরে ,
STOP
অাওয়াজ শুনে চোখ খুললাম
ড্রাইভার প্রথমে কিছু বুঝে উঠছিল না
ভাই বললেন , কেন কি হয়েছে মামা ??
আমার বাবাটা আবার বলল ,
বন্ধ করো গান
গান বন্ধ হয়ে গেল , কেউ কোন আপত্তি তুলল না
মনে পরে গেল ,বাবাটা যখন এক দের বছরের ছিল ,
রাতে ঘোমাতে ই চাইতো না , একদিন পায়ের উপর
বালিসে শুয়ায়ে দোল দিচছিলাম আর একটু জোড়ে
জোড়ে পত্রিকা পড়ছিলাম ,
হঠাৎ খেয়াল করলাম ,বাবাটা ঘোমিয়ে পড়েছে
তারপরের কয়েটা দিন বিষয়টার গবেষনা সফল হলো
তখন ভাবলাম ,পড়বো ই যখন , তবে ভালো কিছু কেন নয়?
হাতে তুলে নিলাম বোখারী শরিফের বাংলা অনুবাদ
এর মাঝে একটি হাদিস ছিল , যদি কেউ গান বাজনা শুনে
তবে তার কানে গলিত শিশা ঢেলে দেয়া হবে ।
আমি মাঝে মাঝে খেয়াল করি বাইরে কোথাও
উচচ স্বরে গান বাজলে ,
বাবাটা কানে আন্গুল দিয়ে রাখে
আর আমার উনি যদি টিভিতে গান শুনতে চায়
তবে বাবাটা বলে উঠে , তুমি কি জাহান্নামে যেতে চাও ??
আর আজকের ঘটনা হয়তো তার ই ফলাফল ..
মনটা ভালো লাগায় ভরে গেল
আললাহ বড় ই মেহেরবান
জানালা দিয়ে বাইরে তাকিয়ে
উল্টা দিকে ছুটে চলা মাঠ ঘাট
বড় ই সুন্দর লাগছিল
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাইলে তো বেশি ভালো না
শরীরের খুজ খবর
বন্ধ করে বগর বগর
ঢুকে যান লেপের ভেতর :p
আপনি ই তো বললেন
আপনার শরীরের নাট - বল্টু নড়বড়ে
তাই আমি ভাবলাম হয়তো শীতে কুকড়ে যাচছেন
ভাল উপদেশ দেই তো ,
জুইত লাগে না
আর আপনি দেখি চুদুর বুদুর
আপনার শরীরের অবস্থা বুঝি বেশি খারাপ ??
তাইলে আপনি ছয় বেলা খালি পেটে
এক চামচ করে হারপিক খেয়ে নিয়েন = =
নিয়ম করে খেয়ে নিবেন কিন্তু ~:> 3:-O
Love u আপুনিটা
বাবা কে হারি্যেছি অনেক আগে ই
মা ও চলে গেলেন কিছু দিন আগে
উনাদের অভাব আমার কাছে অপুরনীয়
লিখায় সেই অনুভুতি ফুটিয়ে তুলা আমাকে দিয়ে
হবে না
আমার বাড়িতে আপনার প্রথম আগমন,
কি খেতে দেই,
কোথায় বসতে দেই বলেন তো???:
ব্লগ তো ইদানিং বিমাতা সুলভ আচরন করতেছে,
কাউকে যে আপ্পায়ন করে,
একটু মেহমান দারির সুন্নত আদায় করবো,
সেটা যেন ব্লগ এর সহ্য ই হচ্ছে না।
জাঝাক আল্লাহ খাইরান,
আবার দেখা হলে কিন্তু আমাকে দাওয়াত খাওয়াতে হবে, তাইলে ঐ কথা ই রইলো, পাক্কা )
আপনার প্রোফাইল এ এটা আপনার ছোট্ট বাবার ফটো?
সরি,
ছিলাম না অনেক দিন ব্লগ এ, তাই রিপ্লে দিতে পারিনি।
মন্তব্য করতে লগইন করুন